Prothomalo:
2025-12-13@13:13:52 GMT
আমির-সোনালির আবেদনময়ী সেই গানের শুটিংয়ে কী হয়েছিল
Published: 5th, June 2025 GMT
মুক্তির পর ২৬ বছর পেরিয়ে গেছে। তবে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে আছে জন ম্যাথু মাথানের সিনেমা ‘সারফারোশ’। গল্প, চিত্রনাট্য আর নির্মাণ মিলিয়ে নব্বইয়ের দশকের অন্যতম সেরা হিন্দি সিনেমা মনে করা হয় এটিকে। কেবল সিনেমাই নয়, এর গানগুলোও মনে রাখার মতো। বিশেষ করে ‘জো হাল দিল কা’ গানে বৃষ্টিতে আমির খান ও সোনালি বেন্দ্রের আবেদনময় উপস্থিতি নিয়ে এখনো চর্চা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বহুল আলোচিত গানটির শুটিং নিয়ে কথা বলেছেন সোনালি।
বৃষ্টিতে পশ্চিমঘাট পর্বতমালায় গানটির শুটিং হয়েছিল। এখনো হিন্দি সিনেমায় বৃষ্টির গান নিয়ে কথা উঠলেই আসে ‘জো হাল দিল কা’র নাম। গানটির শুটিং হয়েছিল বৃষ্টি মেশিনের সাহায্যে নয়, সত্যিকারের বৃষ্টিতে।
‘সারফারোশ’ সিনেমার পোস্টার। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিনি ৫ বার সেরা আবেদনময়ী ও কাঙ্ক্ষিত নারীর তালিকায় ছিলেন
ছবি: ইনস্টাগ্রাম