চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে গরু রাখায় সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সীতাকুণ্ডে সড়কে কয়েকটি গরুর হাট বসে।

যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়ক ঘেঁষে গরুর হাট সরিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ধীরগতিতে চলা ঘরমুখো যাত্রীদের যানবাহনে ফিরেছে গতি। শুক্রবার সকালে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ টিমকে সড়কে দেখা গেছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, মহাসড়কে পুলিশের তদারকি পর্যাপ্ত নয়। সড়কের পাশে বাজারগুলোতে কোরবানির গরু রাখা হয়েছে। কয়েকটি কনটেইনার ডিপোর গাড়িও সড়কে রাখায় যানজট সৃষ্টি হয়েছে। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভাটিয়ারীসহ কয়েকটি বাজারে সড়ক ঘেঁষে গরু বিক্রি করছিলেন ইজারাদাররা। এতে ঘরমুখো যাত্রীরা কিছুটা সমস্যায় পড়েন। যান চলাচলে ধীরগতি দেখা গেছে। উপজেলোর কয়েকটি স্থানে মহাসড়কে পাশে রাখা প্রায় দুই শতাধিক বিক্রি জন্য রাখা গরু সরিয়ে দেওয়া হয়েছে। ইজারাদারকে মহাসড়কে গরু না রাখার জন্য সতর্ক করা হয়েছে। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

ফখরুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ সবাইকে এই বিষয়ে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যানজট সৃষ্টি না হয়। মহাসড়কের পাশে বিক্রির জন্য রাখা গরু সরিয়ে দিতে ম্যাজিস্ট্রেটের অভিযান চলবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: য নজট ঈদ ল আজহ সড়ক ঘ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ