শাকিব খানকে লক্ষী ছেলে মন্তব্য করেছেন অভিনেত্রী জয়া আহসান। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের ছবি ‘তাণ্ডব’।  সিনেমা মুক্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন জয়া। 

এদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে শাকিবের প্রশংসায় মেতে ওঠেন জয়া। অভিনেত্রী বলেন, ‘ও (শাকিব খান) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’

জয় আহসান শুধু শাকিব নয়, তাণ্ডবের পুরো টিম নিয়েই বেশ প্রশংসা শোনা যায় জয়ার কণ্ঠে। অভিনেত্রী জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্যও মুখিয়ে আছেন তিনি।

এদিকে এদিন শাকিব খান বলেন, ‘তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা।

আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও। রাফী, তোমার বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউজ ও রাফীর সাথেও এটা আমার সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি ও দেখেছি, তখনই মনে হয়েছে, কী বানালো! তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।’

শাকিব খান বলেন, ‘আমি তাণ্ডবের শিল্পী হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি।দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের পুরো টিম খুব মন দিয়ে কাজ করেছে।’ 

সহশিল্পীদের প্রশংসা করে শাকিব বলেন, ‘এখানে এত বড় বড় শিল্পীরাও কাজ করেছে যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি। এই যে আমার পাশে বসে আছেন জয়া। জয়ার তুলনা জয়া নিজেই; অসাধারণ অভিনয় করেছে। এই পাশে আরেকজন যে রয়েছেন (সাবিলা নূর)  অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছে। রাফী অসাধারণ একটি ছবি বানিয়েছে, এটি আজ আমি বলে গেলাম।’

শাকিব খান আরও বলেন, ‘আমার অসম্ভব ভালো লাগে রাফীর সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়। রাফীর সঙ্গে যখন সেকেন্ড কাজ করতে যাই (তাণ্ডব), তখন শুধু এক লাইনের স্ক্রিপ্ট শুনি। এর বাইরে আর কিছুই শুনি নি। তারপর সেটে গিয়ে ওকে বলি, সিংক কি, ডায়লগ কি। ও যে সংলাপগুলো বলে দেয়, আমিও তাই তাই বলি। রাফীকে ধন্যবাদ এত সুন্দর একটা ছবির কাজ করার জন্য।’

এই সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা.

এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: জয় আহস ন ক জ কর র জন য লক ষ ম

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ