সহজ জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজের যাত্রা শুরু করলো ইংল‌্যান্ড। শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে চেস্টার লি স্ট্রিটে ওয়েস্ট ইন্ডিজকে ২১ রানে হারিয়েছে ইংল‌্যান্ড।

আগে ব‌্যাটিংয়ে নেমে ইংল‌্যান্ড ৬ উইকেটে ১৮৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১৬৭ রানের বেশি করতে পারেনি।

এদিন ইংল‌্যান্ডের হয়ে ব‌্যাট হাতে ৯৬ রানের নজরকাড়া ইনিংস খেলেন জস বাটলার। ৫৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। ১৯তম ওভারের চতুর্থ বলে তাকে থামিয়ে দেন পেসার আলজারি জোসেফ। সেঞ্চুরি মিস করেন ৪ রানের জন‌্য।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

বোলিংয়ে ইংলিশদের হয়ে সেরা ছিলেন স্পিনার লিয়াম ডসন। তিন বছর পর জাতীয় দলে ফিরে দারুণ বোলিং করেছেন ডসন। ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন। হয়েছেন ম‌্যাচ সেরা। এদিকে এই ম‌্যাচ দিয়ে অধিনায়ক হ‌্যারি ব্রুকের যাত্রাও শুরু হলো। দারুণ জয়ে তার অধিনায়কত্বের অভিষেকটাও রঙিন হলো।

নিয়মিত ওপেনার ফিল সল্ট ছুটিতে থাকায় খেলার সুযোগ পেয়েছেন জেমি স্মিথ। সুযোগটিকে কাজেও লাগিয়েছেন তিনি। ২০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৮ রান তুলে নেন। আরেক ওপেনার বেন ডাকেট ১ রানের বেশি করতে পারেননি।

দ্বিতীয় উইকেটে স্মিথ ও বাটলার ৭৯ রানের জুটি গড়েন। স্মিথের বিদায়ে ভাঙে এই জুটি। রোমারিও শেফার্ডের বলে রাদারফোর্ডের হাতে ক‌্যাচ দেন স্মিথ। বাটলার থেমে থাকেননি। ২৫ বলে ফিফটি ছোঁয়ার পর সেঞ্চুরির দিকে এগিয়ে যান। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।

ব্রুক ৬, ব‌্যানটন ৩ রানে আউট হন। দলের রান বড় করতে বাড়তি ঝুঁকি নিতেই হতো বাটলারকে। তখনই ডেকে আনেন বিপদ। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হয়ে যান ইংল‌্যান্ডের সাবেক অধিনায়ক। শেষ দিকে জ‌্যাকব বেথেল ২৩ বলে ২৩ রান করলে ইংল‌্যান্ড লড়াইয়ের পুঁজি পায়।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি উইকেট নেন শেফার্ড। ১টি করে উইকেট পান আলজারি জোসেফ, অান্দ্রে রাসেল ও রস্টন চেজ।

লক্ষ‌্য তাড়ায় শুরু থেকে ছন্দ হারায় দুইবারের বিশ্ব চ‌্যাম্পিয়নরা। মাঝেও কেউ হাল ধরতে পারেনি। শেষ দিকে একাধিক হার্ডহিটার থাকরেও জ্বলে উঠতে পারেনি তারাও।

এভিন লুইস ২৩ বলে ৩৯ রান করেন ৩টি করে চার ও ছক্কায়। যা ছিল দলের হয়ে সর্বোচ্চ। এছাড়া চেজ ২০ বলে ২৪ এবং চার্লস ১৫ বলে ১৮ রান করেন। লোয়ার মিডল অর্ডারে রোভমান পাওয়েল ১৩ ও রাসেল ১৫ রান করেন। হোল্ডার ও শেফার্ড চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের ১৬ রানের দুটি ইনিংস পরাজয়ের ব‌্যবধান কমায় মাত্র।

ডসনের ৪ উইকেট বাদে ২টি করে উইকেট নেন ম‌্যাথু পটস ও বেথেল। ব্রিস্টলে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম‌্যাচ খেলতে মাঠে নামবে দুই দল।
 

ঢাকা/ইয়াসিন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১২ দাবি

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে ১২ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে এসব দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

আরো পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

স্মারকলিপিতে ছাত্রদল অভিযোগ করেছে, জকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন গোষ্ঠী সংবিধি ও আচরণবিধি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা বিশ্বাস করে, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ।

স্মারকলিপিতে উল্লেখিত ছাত্রদলের ১২ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে; নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে; স্বচ্ছ গ্লাসের ব্যালট বাক্স ব্যবহার করতে হবে এবং প্রতিটি বাক্সে আলাদা নম্বর থাকতে হবে; ব্যালট ছাপানোর সংখ্যা, কাস্টিং ভোটার ও নষ্ট ব্যালটের সংখ্যা প্রকাশ করতে হবে; কোনো মিডিয়া ট্রায়ালের ক্ষেত্রে (ভুল তথ্য প্রচার হলে) সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তবে সরকার অনুমোদিত সব মিডিয়াকে অবাধ স্বাধীনতা দিতে হবে; পোলিং এজেন্টরা নিজ কেন্দ্রেই অবস্থান করবেন, তবে অন্য কেন্দ্রে প্রবেশ বা অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না।

বাকি দাবিগুলো হলো- ডাকসু, চাকসু, রাকসু ও জাকসুর নির্বাচনের সময়সূচি বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধা অনুযায়ী যথাযথ সময় রেখে জকসু নির্বাচন নির্ধারণ করতে হবে; আস সুন্নাহ ফাউন্ডেশন হলে নির্বাচনী প্রচারণার আচরণবিধি স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, পাশাপাশি ফাউন্ডেশনের চুক্তি ও অবস্থান বিষয়ে বিস্তারিত জানাতে হবে; অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এমফিল শিক্ষার্থীদেরও জকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং বিধিমালা থেকে তাদের বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে।

এছাড়া জকসুর আচরণবিধির ৬ নম্বর ধারার আলোকে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের জন্য বিশেষ কার্ড দিতে হবে, যা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে কার্যকর হবে; রাজনৈতিক সংগঠনগুলোর কার্যকরী কমিটির সদস্যদের নির্বাচনী প্রচার ও অংশগ্রহণের সুযোগ দিতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঘোষিত ধারাবাহিক কর্মসূচি চলমান রাখার সুযোগ দেওয়ার দাবি করেন।

নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপিতে আরো বলা হয়েছে, যেন একটি গণতান্ত্রিক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হয়, যেখানে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত হয়। অন্যথায়, কমিশন কোনো গোষ্ঠীর প্রভাব বা চাপের মুখে পড়ছে বলে শিক্ষার্থীদের মনে হতে পারে।

ছাত্রদলের নেতারা জানান, তারা সন্তোষজনকভাবে নির্বাচন কমিশনের কাছে দাবি উপস্থাপন করেছে এবং কমিশনের নিরপেক্ষ ভূমিকার ওপর তাদের আস্থা রয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ