ঘরে ঝুলছে ঈদের রঙিন জামা, কিন্তু ছোট্ট আছিয়া আর নেই
Published: 7th, June 2025 GMT
ঈদ উপলক্ষে কেনা রঙিন জামা ঘরে ঝুলছে। কিন্তু যার জন্য জামা কেনা হয়েছিল, সেই ছোট্ট আছিয়া আর নেই। গতকাল শুক্রবার বাড়ি থেকে খেলতে বেরিয়ে মোরটসাইকেলের ধাক্কায় সে নিহত হয়েছে।
আছিয়া আক্তার (৪) উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর সরকারপাড়া গ্রামের আঞ্জুয়ারা বেগম ও মজিদুল্লাহ দম্পতি মেয়ে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মা–বাবার একমাত্র সন্তান আছিয়া। গতকাল দুপুরে তার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আছিয়া উঠানে খেলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে সে উঠান পেরিয়ে পাশের বামনদীঘি-ডাঙ্গিরহাট সড়কে যায়। তখন দ্রুতগামী একটি মোটরসাইকেল আছিয়াকে ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন আছিয়াকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে নয়টার দিকে তাকে বাড়িতে এনে দাফন করা হয়।
মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা আঞ্জুয়ারা বেগম বলেন, ‘কলিজা মোর প্রতিদিন খুলিত খেলাখেলে। মরার সড়ক মোর বুক খালি করি দিছে। মোটরসাইকেল মোর জাদুটা মারি ফেলছে। ধাক্কা দিয়া পালে গেইছে। একনা দয়ামায়া দেখায় নাই। মুই মোর জাদুক কোনটে পাইম।’
মজিদুল্লাহ বলেন, ‘কত শখ ছিল, মেয়েটাকে নিয়ে এবার আনন্দে ঈদ কাটাব। তার জন্য জামা কিনেছিলাম। এখন কীভাবে ঈদ করব? আমরা তো ঈদের আগে কবরস্থানে গেলাম।’
প্রতিবেশী প্রিয়তুল্লাহ সুমন বলেন, ‘বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে প্রতিদিনই সড়কে দুর্ঘটনা ঘটছে। ঈদ এলেই প্রতিবছর এ সড়কে দুর্ঘটনায় মানুষ মারা যায়। একটি ছোট্ট হাত চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে। ঈদের হইচই থেমে গেছে এক মায়ের কান্নায়।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী