অটোরিকশায় বাসের ধাক্কা, চালকসহ নিহত ২
Published: 8th, June 2025 GMT
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ ছয়জন। আজ রোববার দুপুরে মতলব দক্ষিণ-পেন্নাই সড়কের বরদিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান (৫০) ও মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা তপন চৌধুরী (৩৫)। তাঁদের মধ্যে ছিদ্দিকুর অটোরিকশাটির চালক ও তপন যাত্রী ছিলেন।
এ দুর্ঘটনায় আহত চারজন চাঁদপুর জেনারেল হাসপাতালে ও দুজন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শাহ আলম ও সঞ্চয় ঘোষ নামের দুই যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রোকসানা বেগম বলেন, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশায় থাকা সবাই আহত হন।
চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা বিপ্লব দাস বলেন, হাসপাতালে আনা আহত ব্যক্তিদের সবার অবস্থা গুরুতর। দুই যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে আছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।