ঈদের রাতে আগুনে পুড়ল ব্যবসায়ীর প্রাইভেটকার
Published: 8th, June 2025 GMT
নড়াইলের লোহাগড়ায় মাহমুদ আলী নামে এক ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারটি পুরোপুরি পুড়ে গেছে।
শনিবার (৭ জুন) ঈদের রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাহমুদ আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ হাফিজার আলীর ছেলে।
আরো পড়ুন:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন, যানজট
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে আগ্নিকাণ্ড
মাহমুদ আলী বলেন, ‘‘ঈদের রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেটকারটি প্রতিবেশী কামরুল ইসলামের বাড়ির পাশে পার্কিং করে রেখে কাভার দিয়ে ঢেকে রাখি। রাত সাড়ে ৩টার দিকে খবর পাই প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। ৯৯৯ নম্বরে কল দিলে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’’
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তার আগেই প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে।’’
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/শরিফুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত