‘আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি’
Published: 9th, June 2025 GMT
গুম-খুনের বিচার এবং সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন (শিশির)। তিনি বলেছেন, নতুন একটি সংবিধানের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচন করতে হবে।
এনসিপির এই নেতা বলেন, ‘যদি আমরা পুরাতন এই জরাজীর্ণ বন্দোবস্তে থাকি, তাহলে এখানে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। ইতিমধ্যে আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি।’
আজ সোমবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে এনসিপির এক পরিচিতি সভায় এ কথাগুলো বলেন জয়নাল আবেদীন। পরে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এনসিপির এই নেতা বলেন, ‘বিএনপি কেন শুধু ডিসেম্বরেই নির্বাচন চায়? এটা নিয়ে আমাদের সন্দেহ হয়। তারা এক মাস আগে নভেম্বরেও চায় না, এক মাস পর জানুয়ারিতেও চায় না? আমরা সন্দেহ করি, বিএনপি ভারতের চাপে সংস্কার ও বিচারকাজকে বাধাগ্রস্ত করতে চায়। কারণ, ড.
জয়নাল আবেদীন বলেন, ‘বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হলো স্থানীয় সরকার নির্বাচন। যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি সেবা পায়, রাষ্ট্রের সব সুবিধা তৃণমূল পর্যায়ে যার মাধ্যমে পৌঁছায়; সেই স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাই।’
এনসিপির এই নেতা বলেন, ‘যেহেতু এখনো ১০ মাস সময় রয়েছে, নতুন যে নির্বাচন কমিশন (ইসি) আছে, তাদের সক্ষমতা প্রমাণের জন্য হলেও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা উচিত। এ ছাড়া ডাকসু, জাকসু, চাকসুসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনও দ্রুত দিয়ে দেওয়া উচিত। এর মাধ্যমে ছাত্রদের জীবন দেওয়ার মর্যাদা তাঁরা পাবেন।’
এনসিপির লালমাই উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আবদুল মোমিন, নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়ক আল আমিন, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্যসচিব ইয়াছিন আরাফাত প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সমন বয়ক এনস প র সদস য উপজ ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন