ভারতীয় উপমহাদেশের পুরুষদের মধ্যে গয়না পরার চল ছিলো। আগেকার দিনে রাজা-বাদশারাও বিভিন্ন ধরণের গয়না পরতেন। পুরুষদের গয়না সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য কাজ করছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। তার জুয়েলারি ব্র্যান্ড ‘মেটাম্যান’ তৈরি করছে আধুনিক সব জুয়েলারি।
মেটম্যান ব্যান্ডের গয়নাগুলো পুরুষদের জন্য বিশেষ ডিজাইনে করা হচ্ছে। পুরুষদের পছন্দের জুয়েলারির তালিকায় স্থান করে নিচ্ছে—ব্রেসলেট, চেইন, আংটি এবং কানের দুল। পিতল, স্টার্লিং সিলভার ও সোনার মতো ধাতু দিয়ে ডিজাইন করা হচ্ছে এসব গয়না। যা সব বয়সের পুরুষের জন্য উপযুক্ত। ফ্যাশন ধারণায় বদল এসেছে। প্রতিদিন বদলে যাচ্ছে ফ্যাশনের সংজ্ঞা। মেয়েদের লুক নিয়ে যেমন পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে তেমনই পুরুষেরাও নিজেদের লুক নিয়ে অনেক ধরনের পরীক্ষা করছেন।
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিউড অভিনেতা গৌরব রায়চৌধুরীর একটি ছবি পোস্ট করেছেন। যেখানে নায়কের পরনে একটি কালো পাঞ্জাবী। চোখে কাজল। গলায় দুইটি হার। ইদানীং অনেক অভিনেতা এবং পোশাকশিল্পীদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গয়না পরতে।
গৌরব ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘ভারতীয় ইতিহাসে পুরুষদের কিন্তু গয়না পরার একটা ঐতিহ্য রয়েছে। রাজাদের আমলে তারা কিন্তু গয়না পরতেন। সময়ের সঙ্গে ট্রেন্ড তো বদলাবেই। এখন সেই সময়। এর জন্য শুধু আত্মবিশ্বাসের প্রয়োজন।”
কিছুদিন আগে কান চলচ্চিত্রের আসরে বলিউড বাদশা শাহরুখ খানকে একাধিক গয়না পরে উপস্থিত হতে দেখা গেছে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য র গয়ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা