লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদের মৃত্যুর ঘটনায় এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেলা জামায়াতের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত নেতারা বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, জামায়াত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। কাউছার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তাঁর ঘাড়ে ও মাথায় আঘাত ছিল। সেটি কীভাবে স্বাভাবিক মৃত্যু হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত নেতারা।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘বিএনপির নেতারা আমাদের বলেছিলেন, হত্যাকারী যে–ই হোক তাঁকে বহিষ্কার করা হবে। কিন্তু বিএনপি সেই প্রতিশ্রুতি রাখেনি। বিএনপি থেকে বলা হচ্ছে, কাউছার এর আগে স্ট্রোক করেছেন, অতএব এটি স্বাভাবিক মৃত্যু। এসব কথায় সবাই বিভ্রান্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহসেক্রেটারি মহসিন কবির, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম সুমন খান প্রমুখ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান জামায়াত নেতা কাউছার। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

এ ঘটনায় গত রোববার কাউছার আহমেদের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো.

রিয়াজ হোসেনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আর ২০ জনকে আসামি করা হয়। এজাহারভুক্তরা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫ জুন বৃহস্পতিবার দুপুরে রাজিবপুর এলাকায় বাদীর বাড়ির সামনে অভিযুক্ত মো. রিয়াজ হোসেনসহ আসামিরা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে কাউসারের ভাই আফতাব হোসেনের ওপর হামলা করে। এ সময় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি দেখে কাউছার তাঁর ভাইকে বাঁচাতে যান। তখন তাঁর মাথার পেছনে লোহার রড দিয়ে কয়েকটি আঘাত করা হয়। এরপর মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সামনে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়। এতে ভয়ে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। পরে সন্ধ্যায় কাউছারের শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল সোমবার শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা জামায়াতকে অনুরোধ জানিয়েছি ঘটনাটি যেন রাজনৈতিকভাবে না নেওয়া হয়। নিহত কাউছারের ভাই মো. আরজু ছিলেন যুবলীগের কর্মী। মাদকসহ নানা বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। এটি সম্পূর্ণ এলাকার ঘটনা, রাজনৈতিক কোনো ঘটনা নয়। জামায়াতের নেতারা আমাদের কথা দিয়েছেন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অথবা ১-২ জনের নাম উল্লেখ করে মামলা করবেন। কিন্তু তাঁরা ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তাঁরা কথা দিয়ে কথা রাখেননি।’

এদিকে, কাউছার আহমেদের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। গত শুক্রবার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেনকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: লক ষ ম প র ব এনপ র র জন ত র ঘটন তদন ত

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ