Prothomalo:
2025-08-01@02:00:28 GMT
সাগরে ডুবে মারা গেছেন ছেলে ও নাতি, জানেন না বৃদ্ধ বাবা
Published: 10th, June 2025 GMT
ছেলে ও নাতি কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে ডুবে মারা গেছেন। তাঁদের লাশ নিয়ে আসা হচ্ছে বাড়িতে। তবে বাবা আবুল কালাম মন্টু (৮০) শুধু জানেন, পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়েছেন ছেলে ও নাতি। তাঁরা বাড়ি ফিরছেন।
আবুল কালাম অসুস্থ, এ জন্য তাঁকে এখনো খবরটি জানানো হয়নি। কীভাবে এই দুঃসংবাদ বৃদ্ধ বাবাকে জানাবেন, তা–ও বুঝতে পারছেন না স্বজনেরা। আপাতত তাঁর কাছ থেকে খবরটি আড়াল করতে কেউ এলেই জানিয়ে দেওয়া হচ্ছে ছেলে ও নাতির মৃত্যুর খবর এখনো তাঁকে জানানো হয়নি। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের মহিষবাথান পূর্বপাড়ায় বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। স্বজনেরা আবুল কালামের কাছে যাচ্ছেন, সান্ত্বনা দিয়ে বলছেন, সব ঠিক হয়ে যাবে। আবুল কালামকে তখন খুব বিমর্ষ দেখাচ্ছিল।
আবুল কালাম মন্টু (ডানে) এখনো জানেন না তাঁর ছেলে ও নাতি কক্সবাজারে সাগরে ডুবে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের মহিষবাথান পূর্বপাড়ায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে