টানা ছুটিতে ঢাকা ফিরতে স্বস্তি, নেই যানজট
Published: 10th, June 2025 GMT
ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। উত্তরের পথে যেতে অসহনীয় দুর্ভোগ পোহালেও গতকাল মঙ্গলবার ঢাকার যাত্রা হয়েছে স্বস্তির। দক্ষিণ ও মধ্যাঞ্চলের যাত্রীরাও নির্বিঘ্নে রাজধানীতে পা রাখার কথা জানিয়েছেন।
টানা ছুটি থাকায় ফিরতি যাত্রা এমনই হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে বলছেন, ফেরার সময় সাধারণত ছুটির রকমফের অনুযায়ী বিভিন্ন দিনে ঢাকায় আসেন নানা পেশার মানুষ। আর দুর্ভোগের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার অনেকে ছুটি থাকা সত্ত্বেও ঈদের এক দিন পর থেকেই ঢাকামুখী হয়েছেন।
ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল দেখা যায়নি ঈদের আগের সেই যানজট ও ধীরগতি। ঢাকা থেকে কুড়িগ্রামে পৌঁছাতে সাধারণ সময়ে গড়ে ৮ ঘণ্টা লাগে। অথচ এবার ঈদযাত্রায় তা লেগেছে ৩৩ ঘণ্টার বেশি।
টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপে যানজট হয়েছিল। সিরাজগঞ্জের দিকে গাড়ির গতি না থাকায় সেতুর ওপর যানবাহন দাঁড়িয়ে ছিল। টোল প্লাজা দিয়ে গাড়ি ছাড়া সম্ভব হয়নি। ফিরতি পথে গাড়ির চাপ থাকলেও কোনো যানজট হবে না, আশা করছি।
সংশ্লিষ্টরা জানান, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের সুবিধা থাকায় যানবাহন দ্রুতগতিতে আসে। এলেঙ্গায় আসার পর দুই লেনে চলতে গিয়ে গতি কমে যায়। শুরু হয় যানজট। এবার ঈদযাত্রায় এই যানজট ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া ওভারটেকিং, ছোট ছোট দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়ার কারণেও যানজট হয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলের পথে বাসে অগ্রিম টিকিট না দেওয়ায় ঈদযাত্রায় দুর্ভোগ পোহান যাত্রীরা। এ ভোগান্তির শিকার জসিম উদ্দিন গতকাল লক্ষ্মীপুর থেকে নির্বিঘ্নে ঢাকায় ফেরার কথা জানিয়েছেন। একই স্বস্তির কথা জানান বরিশাল থেকে আমিনুল ইসলাম, নেত্রকোনা থেকে সাইফুল হক ও কুষ্টিয়া থেকে আসা বেসরকারি চাকরিজীবী নাফিজা ইসলাম।
রেলপথ অবরোধের ডাক, ভোগান্তির শঙ্কা
‘চারঘাটের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আজ বুধবার রাজশাহীর চারঘাটে নন্দনগাছী রেলস্টেশন অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এতে ঈদের ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়সহ যাত্রীদের তীব্র ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। ১০ বছর ধরে বন্ধ নন্দনগাছী স্টেশন চালু, সংস্কার ও এখানে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গত ১ মে সেখানে রেলপথ অবরোধ করা হয়।
অব্যবস্থাপনায় বাসযাত্রীর মৃত্যুর অভিযোগ
পূর্বাশা পরিবহনের এসি বাস সার্ভিসের অব্যবস্থাপনায় ওমেদুল ইসলাম মাসুদ (৬০) নামে এক যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ঢাকা থেকে ঝিনাইদহে যাওয়ার পথে বাসে এসি না চলায় ‘হিট স্ট্রোকে’ তাঁর মৃত্যু হয়। ঈদের পরদিন বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতার বাসিন্দা ছিলেন।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন বগুড়া ব্যুরো, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চারঘাট (রাজশাহী) ও ঝিনাইদহ প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদয ত র ঝ ন ইদহ এল ঙ গ য নজট
এছাড়াও পড়ুন:
ইরানের আকাশের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ দখল রয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের আকাশের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ দখল রয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ দাবি করেছেন।
ট্রাম্প লিখেছেন, “ইরানের আকাশসীমার উপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে।”
গত শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র এই সংঘাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। তবে মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা এখনো দেয়নি। তাই ট্রাম্প তার পোস্টে ‘আমাদের’ বলতে কাকে উল্লেখ করেছেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
ট্রাম্প লিখেছেন, “ইরানের কাছে ভালো আকাশ ট্র্যাকার এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল প্রচুর পরিমাণে। কিন্তু আমেরিকার তৈরি, জিনিসপত্রের সাথে এর তুলনা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো আর কেউ এটি করতে পারে না।”
এর আগে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চান না। তিনি এর চেয়ে অনেক বেশি কিছু চান। তিনি ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান।
ঢাকা/শাহেদ