ময়মনসিংহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে সড়কের ওপর উল্টে যাওয়ার ঘটেছে। এতে বাসের হেলপার মঞ্জুরুল হাসান (৪১) ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার গ্যাসোলিন ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। বাসটি শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ফিরোজ হোসেন সমকালকে জানান, বাসটি চায়না মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের ওপর উঠে ডিভাইডার ভেঙে সড়কের একপাশে উল্টে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ভর্তি থাকা আহতদের চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার শিকার বাসটিকে উদ্ধার করে পুলিশ লাইন্সে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত আহত দ র ঘটন

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে কুকুরের কামড়ে ২৫ জন আহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ধনবাড়ী উপজেলার বিলাশপুর, হারিনাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় একটা পাগলা কুকুর এলোপাথারিভাবে মানুষকে কামড়াতে থাকে। এতে ২৫ জন আহত হন। তাদের মধ্যে ১০ জন শিশু, ১১ জন নারী ও ৪ জন পুরুষ। 

আহতদের অধিকাংশই ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত হওয়া চার বছর বয়সী রায়হানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে ময়লা ছিটিয়ে টাকা ছিনতাই, দুই বছর পর ঢাকা থেকে আসামি গ্রেপ্তার
  • জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ 
  • সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
  • ময়মনসিংহের সেই মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের চুক্তি বাতিল, অপসারণের উদ্যোগ
  • ময়মনসিংহে বন্ধুর বাড়িতে যুবকের রক্তাক্ত মরদেহ
  • টাঙ্গাইলে কুকুরের কামড়ে ২৫ জন আহত
  • আহতদের চিকিৎসা দিয়ে ফিরে গেছে ভারতীয় চিকিৎসকরা
  • মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় হতাহতদের জন্য মহানগর সাংস্কৃতিক জোটের দোয়া
  • জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ জাতি ভুলে যেতে পারে না: স্বাস্থ্য উপদেষ্টা
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতদের জন্য জিয়া সৈনিকদলের দোয়া