বন্দরে মানসিক ভারসাম্যহীন যুবক নয়নের আত্মহত্যা
Published: 11th, June 2025 GMT
বন্দরে নয়ন (২১) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি যুবক নয়ন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চৈরারবাড়ী এলাকার সহিদ মিয়ার ছেলে।
আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। গত মঙ্গলবার (১০ জুন) রাত ১০টা হইতে বুধবার (১১ জুন) সকাল ৮টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আত্মহত্যাকারী যুবকের পরিবার সূত্রে জানা গেছে, আত্মহত্যাকারী যুবক নয়ন দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে জীবন যাপন করে আসছিল।প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাত ১০টায় নয়ন খাওয়া-দাওয়া সেরে টিন সেট ঘরে ঘুমাতে যায় ।
পরে বুধবার সকাল অনুমান ৮টায় ভিকটিম এর পিতা শহীদ ছেলে নয়নকে ডাকাডাকি করে। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পায় নয়ন লোহার আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আছে।
স্থানীয় এলাকাবাসী বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বক ন র য়ণগঞ জ য বক ন
এছাড়াও পড়ুন:
ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
আরো পড়ুন:
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান
আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’
ঢাকা/সোহাগ/রাজীব