২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা আরও বাড়ানোর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে  বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। সমিতি মনে করছে, সরকারের এমন সিদ্ধান্তে দেশের ওষুধ শিল্প আরও শক্তিশালী হবে। বাজেট ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সমিতির পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

এতে বলা হয়, ওষুধের কাঁচামাল আমদানিতে বিভিন্ন শুল্কছাড় এপিআই শিল্প আরও প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। বিশেষ করে অতি উচ্চমূল্যের ক্যান্সারনিরোধী ওষুধ বাজারজাত করার পথ প্রশস্ত হবে। ওষুধের ৯০ শতাংশ কাঁচামাল আমদানি হয়ে থাকে। আমদানিনির্ভর অবস্থা থেকে উত্তরণের জন্য এ শুল্কনীতি সাহায্য করবে। সমস্ত ওষুধের মূল্যের স্থিতিশীলতা দাঁড়াবে এবং প্রাপ্যতা বাড়বে। 

প্রতিক্রিয়ায় আরও জানানো হয়, ওষুধ শিল্প শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণই নয়, আরও কিছু প্রণোদনা পেলে অন্যতম রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠা পাবে। এ শিল্পে বিনিয়োগে ব্যবহৃত স্যান্ডউইচ প্যানেল ও ল্যাবরেটরি ফার্নিচারে এখনও উচ্চ শুল্ক  রয়েছে। আগে যা মাত্র ১ শতাংশ  ছিল। সরকার এখানে বাড়তি নজর দেবে বলে সমিতি আশা করে। 

সমিতি জানায়, রেফারেল হাসপাতালগুলোর পাশাপাশি ৫০ শয্যার বেশি সব হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক ও কর কমানোর  প্রস্তাব দেশের রোগীদের অনেক উপকার হবে। এ ছাড়া এবারের বাজেটে সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্সসহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিক্যালকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। যা জনগণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আমদ ন

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।

নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।

ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।

ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ