১৪৫ বছরে প্রথম, ইতিহাসে লর্ডসের প্রথম দিন
Published: 12th, June 2025 GMT
লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর সেখানেই টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটল ব্যতিক্রমী এক ঘটনা। ইংল্যান্ডে ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এমন কিছু এর আগে কখনও দেখা যায়নি, দুই দলের দুই ওপেনারই শূন্য রানে ফিরেছেন!
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন উসমান খাজা, আর দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম। দুজনই ইনিংসের গোড়ায় থামলেন রানের খাতা না খুলেই। ইংল্যান্ডে এখন পর্যন্ত খেলা ৫৬১টি টেস্টেও এমন কাকতালীয় পরিণতি দেখা যায়নি, দুই ইনিংসেই এক নম্বর ব্যাটার ‘ডাক’।
অস্ট্রেলিয়ার ইনিংসে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার নিখুঁত বোলিংয়ের সামনে ২০ বল খেলে ফেলেও রান পাননি খাজা। শেষ পর্যন্ত ফিরেছেন শূন্য রানে। পুরো ইনিংসে রাবাদা নেন পাঁচ উইকেট, সঙ্গে মার্কো জানসেনের তিনটি শিকার। ২১২ রানেই থেমে যায় অজিদের প্রথম ইনিংস।
কিন্তু পেস ঝড় থেমে থাকেনি সেখানেই। দক্ষিণ আফ্রিকার ইনিংসেও নামে একই দুর্যোগ। ৪৪ রান তুলতেই তারা হারায় চার উইকেট। মিচেল স্টার্ক নেন দুটি, একটি করে তুলে নেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। ইনিংসের গোড়াপত্তন করতে আসা মার্করাম স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন খেলার ছয় বলের মাথায়ই, রান না করেই।
ফলে প্রথম দিনেই দুই দলের দুই ওপেনারকে শূন্য রানে বিদায় দিয়ে তৈরি হলো এক নতুন রেকর্ড। এমন ঘটনা টেস্ট ক্রিকেটে অবশ্য নতুন নয়, এর আগে আরও নয়বার দেখা গেছে দুই দলের দুই ওপেনার ‘ডাক’ মারতে। তবে ইংল্যান্ডে এই প্রথম।
সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হলো, এই নয়বারের ঘটনাতেও অস্ট্রেলিয়ার ওপেনারদের নাম আছে ছয়বার! তবে এবার যে কীর্তির সাক্ষী হলো লর্ডস, তা সত্যিই বিরল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা