এক ঝাঁক তারকা নিয়ে মাঠে নামার পরিকল্পনায় বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রিকেট আসর মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। চোট, পারফরম্যান্স ও প্রশাসনিক জটিলতায় আফগান শিবির থেকে একে একে হারিয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ মুখগুলো। তেমনই দুই বড় নাম রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। এবারের আসরে থাকছেন না তারা। যা ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে দাপট দেখানো রশিদ খান এবার নিজেকে সরিয়ে নিয়েছেন এমএলসি ২০২৫ থেকে। সাময়িক বিরতির আড়ালে লুকিয়ে থাকতে পারে তার হতাশাজনক আইপিএল মৌসুমের প্রভাব। গুজরাট টাইটান্সের হয়ে বল হাতে আগুন ছড়াতে পারেননি এ তারকা লেগস্পিনার। মাত্র ৯ উইকেট আর ৯.

৩৪ ইকোনমি রেট নিয়ে শেষ করেছেন মৌসুম। যেখানে প্রতিপক্ষ ব্যাটাররা তার বলেই ৩৩ বার উড়িয়ে বল পাঠিয়েছেন বাউন্ডারি পার! এমন ছন্নছাড়া বোলিংয়ের পর নিজেকে গুছিয়ে নিতে হয়তো দরকার ছিল একটা ছোট্ট বিরতি। সেটাই নিয়েছেন তিনি।

এমআই নিউ ইয়র্ক শিবিরের আরেক ভরসা ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেললেও এবার তাকে দেখা যাবে না মার্কিন ক্রিকেটের রঙিন মঞ্চে। ব্যক্তিগত কারণেই পিছিয়ে গেলেন তিনি। যদিও এর পেছনেও ক্লান্তি বা ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিত থাকতে পারে।

আরো পড়ুন:

প্রতিপক্ষ জেনে যাবে, কোথায় ব্যাটিং করবেন গোপন রাখলেন শান্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার চিন্তা এখনই করা বোকামি: শান্ত

এত হতাশার মাঝেও স্বস্তির বাতাস বইছে কিছুটা। নাভিন উল হক, নূর আহমেদ এবং ওয়াকার সালামখেল ইতোমধ্যে যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিতে। তবে আটকে আছেন গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকি। যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত ভিসা নিষেধাজ্ঞা কাটিয়ে তারা আদৌ মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানকে হারিয়ে ‘সুপার ফোর’ স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে আফগানিস্তানকে।

বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৪ রান তোলে। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করে আফগানিস্তান।

আরো পড়ুন:

আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই চাপের মুখে পড়ে আফগানিস্তান। শূন্যরানে ১ উইকেট ও ১৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর রহমানুল্লাহ গুরবাজ, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

গুরবাজ ২ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। আজমতউল্লাহ ১ চার ও ৩ ছক্কায় করেন ৩০ রান। রশিদ খান ২ চার ও ১ ছক্কায় করেন ২০। এছাড়া গুলবাদিন ১৬ ও নবী করেন ১৫ রান।

বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাসুম আহমেদ ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান নিয়ে নেন ২টি উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে নেন আরও ২টি উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • আফগানিস্তানকে হারিয়ে ‘সুপার ফোর’ স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ