৫ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রাম
Published: 12th, June 2025 GMT
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (২০২৫ ব্যাচ) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এসএসসি প্রোগ্রামে ভর্তি করা হবে।
ভর্তির যোগ্যতা
মানবিক ও ব্যবসায় শিক্ষায় দুটি শাখায় ভর্তি করা হবে। আবেদনকারীকে অবশ্যই জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব/কাতার/কুয়েত/ইতালি/সংযুক্ত আরব আমিরাতের বৈধ অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে। ৩১ ডিসেম্বর ১৯৯৭ সালের পরে প্রদত্ত জন্মতারিখের ক্ষেত্রে জেএসসি/জেডিসি বা সমমানের সনদ প্রদান করতে হবে।
ভর্তির বিস্তারিত সময়
ভর্তির জন্য অনলাইনে আবেদনের তারিখ: ২৯ জুন পর্যন্ত।
আবেদন ফি জমা দিতে হবে: ৬১০ টাকা।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১০ জুলাইয়ের মধ্যে।
ভর্তি ফি জমাদান: ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত।
ক্লাস শুরু: ৮ আগস্ট ২০২৫।
শিক্ষাপদ্ধতি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে।
রেজিস্ট্রেশনের মেয়াদ
এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর। অর্থাৎ দুই বছরের আগে কোনো শিক্ষার্থী এটি শেষ করতে পারবেন না এবং পাঁচটি চূড়ান্ত পরীক্ষার পর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে
প্রার্থীর সম্প্রতি তোলা ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি, জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষার সনদপত্রের স্ক্যান কপি, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড/অনলাইন জন্মনিবন্ধন সার্টিফিকেটের স্ক্যান কপি, পাসপোর্টের স্ক্যান কপি এবং বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি। আবেদন ফরমে শিক্ষার্থীর নিজের নাম ও জন্মতারিখ এবং পিতামাতার নাম অবশ্যই জেএসসি/জেডিসি/এনআইডি/পাসপোর্ট অনুযায়ী হুবহু লিখতে হবে। শিক্ষার্থীর অষ্টম শ্রেণির সনদপত্রের সঙ্গে এনআইডি/পাসপোর্টে উল্লিখিত তথ্যের (আবেদনকারীর নাম, পিতামাতার নাম বা জন্মতারিখ) গরমিল দেখা গেলে এনআইডি/পাসপোর্টের তথ্য সঠিক বলে বিবেচনা করা হবে।
যোগাযোগ
১.
২. ডিন, ওপেন স্কুল, বাউবি।
৩. ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভর ত র পর ক ষ জ এসস
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।