আগামী ১৫ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ও মিশরের ক্লাব আল আহলি মাঠে নামবে।

ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২ দল। সব ক্লাবই ঘোষণা করে দিয়েছে তাদের দল। ফিফা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি অংশ নিচ্ছে ব্রাজিলের ফুটবলার। দেশটি থেকে সর্বাধিক ১৪২ জন ফুটবলার ফিফার এই টুর্নামেন্টে খেলবে।

ব্রাজিল থেকে বেশি ফুটবলার খেলার কারণ আছে। দেশটি থেকে অংশ নিচ্ছে চারটি দল পালমেইরাস, ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো ও বোটাফোগো। ক্লাবগুলোর অধিকাংশ ফুটবলার ব্রাজিলিয়ান। আবার স্পেন থেকে অংশ নেওয়া রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের ম্যানসিটি কিংবা ফ্রান্সের পিএসজিতে আছেন ব্রাজিলিয়ানরা।

দ্বিতীয় সর্বাধিক ১০৪ জন ফুটবলার খেলবেন আর্জেন্টিনা থেকে। দেশটি থেকে ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। তৃতীয় সর্বাধিক স্পেনের ৫৪ ও চতুর্থ সর্বাধিক পর্তুগালের ফুটবলার আছেন ৪৯ জন। স্বাগতিক যুক্তরাষ্ট্রের ফুটবলার আছেন ৪২ জন, মেক্সিকান আছেন ৪০ জন। এছাড়া ফ্রান্স থেকে ৩৭, জার্মানি ও ইতালি থেকে ৩৬ এবং মরক্কো ও দক্ষিণ আফ্রিকা থেকে ৩১ জন করে ফুটবলার ক্লাব বিশ্বকাপ খেলবেন।  

ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক গোল লিওনেল মেসির। তিনি ১১২ গোল করেছেন। তার পরে আছেন বায়ার্ন মিউনিখের ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইন (৭৩) ও ইন্টার মায়ামির উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ (৬৯)।

টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও। টুর্নামেন্ট শুরুর দিন তার বয়স হবে ৪৪ বছর ২৫৭ দিন। দুইয়ে আছেন ফ্লামেঙ্গোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা (৪০)। সবচেয়ে কম বয়সী জাপানের ক্লাব ওরাওয়া রেড ডায়মন্ডের মিডফিল্ডার আকিশি ওয়াদা। গত সপ্তাহে ১৬ বছর পূর্ণ করেছেন তিনি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ফ ক ল ব ব শ বক প ক ল ব ব শ বক প র ফ টবল র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ