চারঘাটের রাওথা এলাকার আমচাষি শফিকুল ইসলাম তিন বিঘা বাগান দুই বছরের জন্য লিজ দিয়েছিলেন। শর্ত ছিল হরমোন ব্যবহার করা যাবে না। এর পরও গোপনে হরমোন প্রয়োগ করেছেন ব্যবসায়ী। পর পর দুই বছর প্রচুর মুকুল এলেও এ বছর আম টেকেনি। উল্টো ১৩টি গাছ মরে গেছে। এ বিষয়ে গ্রাম্য আদালতে অভিযোগ করেছেন।
বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার আমচাষি শরিফুল ইসলামও এ বছর গাছে হরমোন ব্যবহার করেছেন। ৩২টি গাছে প্রচুর মুকুল এসেছে। কিন্তু আম টেকানো যায়নি। মাত্র ১৭ হাজার টাকার আম বিক্রি করেছেন। অথচ গত বছর মুকুল কম এলেও ৬২ হাজার টাকার আম বিক্রি করেছেন। হরমোনের প্রভাবে এলাকার সব বাগানের একই অবস্থা।
চারঘাটের ভায়ালক্ষ্মীপুর এলাকার আবু সিনা বলেন, আমের এমন দুরবস্থা এক যুগেও দেখিনি। বাধ্য হয়ে গত সপ্তাহে পাঁচ বিঘা আমের বাগান কেটে ফেলেছি। আর কখনও আম চাষ করব না।
বেশি আম ফলাতে গাছে মাত্রাতিরিক্ত হরমোন প্রয়োগ করছেন রাজশাহীর চারঘাট ও বাঘার অসাধু ব্যবসায়ীরা। না বুঝে অনেক চাষিও ওই হরমোন ব্যবহার করছেন। এতে গাছের জীবনীশক্তি কমেছে। হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের আম উৎপাদন। হরমোন প্রয়োগের কারণে গত কয়েক বছরের মধ্যে এ বছর গাছে সর্বোচ্চ পরিমাণ মুকুল এলেও অধিকাংশ বাগানেই আম নেই।
জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং (ZBNF) রাজশাহীর জরিপ বলছে, গত এক বছরে চারঘাটে ৩৭ হেক্টর ও বাঘায় ৩৯ হেক্টর আম বাগান হরমোনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি হেক্টরে ১০০টি করে ৭ হাজার ৬০০টি আম গাছ নষ্ট হয়ে গেছে। এসব গাছ কেটে জমিতে কেউ পুকুর, অনেকে ফসল আবাদ করেছেন।
ফল গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে সরকার আম চাষের জন্য নির্ধারিত মাত্রায় হরমোন ব্যবহারের অনুমোদন দেয়। ‘প্যাকলোবুট্রাজল’ নামে এ হরমোন দেশে ‘কালটার’ নামে বাজারজাত করা হয়। প্রতি বর্গমিটারে গাছের গোড়া থেকে এক ফুট দূরে রিং করে চার মিলিলিটার ওষুধ পাঁচ লিটার পানিতে মিশিয়ে দিতে হবে। আধাঘণ্টা পর সেচ দিতে হবে। পর্যাপ্ত খাবার দিতে হবে। আট-নয় বছরের ছোট গাছে ও বেশি বয়সী গাছে হরমোন ব্যবহার করা যাবে না। এ নিয়ম না মানলে দু-তিন বছর পর গাছটি মারা যেতে পারে।
নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহারের কথা বলা হলেও ব্যবসায়ীরা বেশি ফলনের আশায় মাত্রাতিরিক্ত প্রয়োগ করে গাছই মেরে ফেলছেন। কেউ গাছের বাকল কেটে আবার কেউ শিকড় কেটে ইচ্ছেমতো হরমোন প্রয়োগ করছেন। এতে প্রচুর মুকুল ও গুটি এলেও পর্যাপ্ত শক্তি না থাকায় শেষ পর্যন্ত গাছ আম ধরে রাখতে পারছে না। মরে যাচ্ছে গাছ। এ অবস্থায় গাছ লিজ দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাগান মালিকরা থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করছেন ব্যবসায়ীদের বিরুদ্ধে।
অভিযোগ প্রসঙ্গে বাঘার আড়পাড়া এলাকার আম ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ১১ লাখ টাকায় ৯ বিঘার বাগান দুই বছরের জন্য লিজ নিয়েছি। প্রতিযোগিতার বাজার। দু-তিন বছরের জন্য বাগান লিজ নিয়ে আসল টাকা তোলাই কঠিন হয়ে পড়ে। এ ছাড়াও আমের সাইজ ও রং ভালো চায় ক্রেতারা। এ কারণে হরমোন প্রয়োগ না করলে হয় না। চাষি ও ব্যবসায়ী সবাই কম-বেশি হরমোন ব্যবহার করছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৯ উপজেলায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার ছয় টন। জেলার চারঘাট ও বাঘা উপজেলায় রয়েছে ১২ হাজার ২১৮ হেক্টর (দুই তৃতীয়াংশ)। গত দুই বছরে চারঘাটে ৬০ ও বাঘায় ৮০ হেক্টরসহ ১৪০ হেক্টর জমির আমবাগান কেটে ফেলেছেন চাষিরা। হরমোন প্রয়োগের ফলে গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাগান কাটার মূল কারণ বলছেন বাগানিরা। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব হবে বলছেন তারা।
চারঘাটের বাঁকড়া বাজারের আড়তদার আলতাফ হোসেন বলেন, মুকুল ও গুটি দেখে সবাই ভেবেছিল, এ বছর বাম্পার ফলন হবে। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ব্যবসায়ীরা বাগানও কিনেছিল। এখন অধিকাংশ গাছে আম নেই।
কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, ছোট ও বেশি বয়সী গাছে খেয়ালখুশিমতো হরমোন প্রয়োগ করছেন কেউ কেউ। গাছের বাকল ও শিকড় কেটেও প্রয়োগ করা হচ্ছে। যে হারে হরমোন প্রয়োগ হচ্ছে, সে হারে খাবার পাচ্ছে না গাছগুলো। কয়েক বছরের মধ্যে গাছ মারা যাচ্ছে।
ফল গবেষণা কেন্দ্র রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস য় দ ই বছর ক র আম র আম ব কর ছ ন এল ক র র জন য এ বছর বছর র
এছাড়াও পড়ুন:
সনাহাদির উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরে যুবদলের মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে শহরে বিশাল প্রতিবাদ মিছিল করেছে মহানগর যুবদল।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোড় থেকে শহরে বিশাল প্রতিবাদ মিছিল বের করে মহানগর যুবদল। মিছিলটি খানপুর থেকে শুরু করে মেট্রোহলের মোড় হয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে মহানগর বিএনপির মূল মিছিলের সাথে অংশগ্রহণ করেন।
এময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপরে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দেয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।