১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি
Published: 13th, June 2025 GMT
দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার এসব কমিটি অনুমোদন করেছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়েছে। ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫টিতে পাঁচ সদস্যের আংশিক কমিটি করা হয়েছে আর তিনটিতে তিন সদস্যের ও একটিতে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করে ছাত্রদল।
নতুন করে ঘোষিত ১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে নারী নেতৃত্বকে গুরুত্ব দিয়ে ‘সুপার ফাইভ’ (শীর্ষ পাঁচ) পদে মূল্যায়ন করা হয়েছে বলে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নারী নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশপ্রেমিক শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন করা এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটকে ঢেলে সাজানো হচ্ছে, যাতে চব্বিশের গণ–অভ্যুত্থানের মতো দেশের যেকোনো সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন।
কোন বিশ্ববিদ্যালয়ে কে নেতৃত্বেব্র্যাক ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে নাইমুর রহমানকে সভাপতি ও মাহমুদ হাসান ফয়সালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখা ছাত্রদলের সভাপতি হয়েছেন মো.
আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখার সভাপতি হয়েছেন রাশেদ মো. নাফিস হৃদয়, সাধারণ সম্পাদক মো. লিসানুল আলম। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক শাখা ছাত্রদলের সভাপতি পদে মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক পদে এস এম সালমান ফার্সী মনোনীত হয়েছেন।
সাউথইস্ট ইউনিভার্সিটি শাখার আহ্বায়ক হয়েছেন মো. ইয়াসিন আরাফাত, সদস্যসচিব মো. নাজমুস সাকিব। নর্দান ইউনিভার্সিটি শাখার আহ্বায়ক হয়েছেন ইমরানুল হাসান ও সদস্যসচিব শাহরিয়ার কবির।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি শাখা ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. মুবিন মোল্লাহ, সাধারণ সম্পাদক কাজী মো. হাসিবুল হাসান। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সভাপতি পদে ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক পদে জিসান আহমেদ মনোনীত হয়েছেন।
প্রাইমএশিয়া ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি হয়েছেন তাহসীন মো. চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফাহিম বকসী। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শাখার সভাপতি হয়েছেন মো. হাবিবুল্লাহ আকন্দ, সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি শাখা ছাত্রদলের আহ্বায়ক পদে সৈয়দ রেজওয়ান রশীদ ও সদস্যসচিব পদে মো. গোলাম সরোয়ার মনোনীত হয়েছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শাখার সভাপতি হয়েছেন আল আমানত কবির, সাধারণ সম্পাদক রাতুল তালুকদার।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শাখা ছাত্রদলের সভাপতি হয়েছেন দুদুল তালুকদার, সাধারণ সম্পাদক শাবাব আনোয়ার। বাংলাদেশ ইউনিভার্সিটি শাখার সভাপতি হয়েছেন ইমাম হাসান জুয়েল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে রনি বর্মণ ও সাধারণ সম্পাদক হিসেবে হাসান শাহারিয়ারকে মনোনীত করা হয়েছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সভাপতি হয়েছেন মাইনুল হাসান, সাধারণ সম্পাদক এ আর নাজমুল।
গণ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি পদে মো. নির্জন ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি শাখার সভাপতি পদে মো. অন্তর ও সাধারণ সম্পাদক পদে মুসা ইব্রাহিম এবং সিটি ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে ইয়ালিদ নাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. লিংকন মিয়া।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট ছ ত রদল র স হয় ছ ন ম ব সরক র সদস য
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল