বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন কেবল বিনোদনের উৎস নয়, রেকর্ড গড়ার মঞ্চও বটে। আর এই মঞ্চে এবার ঝড় তুললেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার ফিন অ্যালেন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচেই গড়লেন দুইটি বিশ্বরেকর্ড। তার একটি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ও আরেকটি সবচেয়ে কম বলে দেড়’শ রান পূর্ণ করার কীর্তি।

ওকল্যান্ডে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে অ্যালেনের ব্যাট যেন পরিণত হয়েছিল ধ্বংসের তরবারিতে। ৫১ বলে অপরাজিত ১৫১ রান করে তিনি কেবল ম্যাচের মোড় ঘুরিয়ে দেননি, বদলে দিয়েছেন টি-টোয়েন্টির ইতিহাসের পাতাও।

অ্যালেনের এই ইনিংস ছিল ছক্কায় ভরপুর। ১৯টি ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল ও এস্তোনিয়ার সাহিল চৌহানের যৌথভাবে গড়া আগের রেকর্ড (১৮টি)। এই রেকর্ডটি দীর্ঘ ৭ বছর টিকে ছিল গেইলের নামে।

আরো পড়ুন:

সেঞ্চুরি ছাড়াই চারশো! ব্যাটে-বলে এক অন্যরকম দিন ইংল্যান্ডের

আইপিএলে ইতিহাস গড়া ছয় বলে ছয় ছক্কা

তবে শুধু ছক্কার রেকর্ডেই থেমে থাকেননি অ্যালেন। ২০ বলে ফিফটি, এরপর আরও মাত্র ১৪ বলে পৌঁছে যান শতকে। সব মিলিয়ে ৩৪ বলে সেঞ্চুরি করেন, যা এমএলসির ইতিহাসে সবচেয়ে দ্রুততম এবং বিশ্বের তৃতীয় দ্রুততম।

তবে সবচেয়ে বিস্ময়কর রেকর্ডটি হলো— ৪৯ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি। যা টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বলে দেড়শ ছোঁয়ার নজির। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের দখলে, যিনি ৫২ বলে ১৫০ রান করেছিলেন।

এই ভয়ঙ্কর ইনিংসে অ্যালেন মাত্র ৫টি চার মারলেও বাকি ১৩৪ রানই করেন বাউন্ডারি থেকে, যা নিজেও একটি অনন্য কীর্তি।

ফিন অ্যালেনের এই ঝড়ো ইনিংসে ভর করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ৫ উইকেট হারিয়ে তোলে এমএলসি’র ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৬৯ রান। দলের হয়ে সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩৬ ও হাসান খান ৩৮ রানের মূল্যবান ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ছিল যেন দিশেহারা। মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে তারা হেরে যায় বিশাল ১২৩ রানে। সান ফ্রান্সিসকোর পক্ষে হারিস রউফ ও হাসান খান ৩টি করে উইকেট শিকার করেন। অন্যপ্রান্তে রাচিন রবীন্দ্র (৪২) ও মিচেল ওয়েন (৩৯) চেষ্টা করলেও হার এড়াতে পারেননি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড সবচ য়

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ