ছক্কার বৃষ্টিতে অ্যালেন ইতিহাস, গড়লেন দুই অনন্য বিশ্বরেকর্ড
Published: 13th, June 2025 GMT
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন কেবল বিনোদনের উৎস নয়, রেকর্ড গড়ার মঞ্চও বটে। আর এই মঞ্চে এবার ঝড় তুললেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার ফিন অ্যালেন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচেই গড়লেন দুইটি বিশ্বরেকর্ড। তার একটি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ও আরেকটি সবচেয়ে কম বলে দেড়’শ রান পূর্ণ করার কীর্তি।
ওকল্যান্ডে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে অ্যালেনের ব্যাট যেন পরিণত হয়েছিল ধ্বংসের তরবারিতে। ৫১ বলে অপরাজিত ১৫১ রান করে তিনি কেবল ম্যাচের মোড় ঘুরিয়ে দেননি, বদলে দিয়েছেন টি-টোয়েন্টির ইতিহাসের পাতাও।
অ্যালেনের এই ইনিংস ছিল ছক্কায় ভরপুর। ১৯টি ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল ও এস্তোনিয়ার সাহিল চৌহানের যৌথভাবে গড়া আগের রেকর্ড (১৮টি)। এই রেকর্ডটি দীর্ঘ ৭ বছর টিকে ছিল গেইলের নামে।
আরো পড়ুন:
সেঞ্চুরি ছাড়াই চারশো! ব্যাটে-বলে এক অন্যরকম দিন ইংল্যান্ডের
আইপিএলে ইতিহাস গড়া ছয় বলে ছয় ছক্কা
তবে শুধু ছক্কার রেকর্ডেই থেমে থাকেননি অ্যালেন। ২০ বলে ফিফটি, এরপর আরও মাত্র ১৪ বলে পৌঁছে যান শতকে। সব মিলিয়ে ৩৪ বলে সেঞ্চুরি করেন, যা এমএলসির ইতিহাসে সবচেয়ে দ্রুততম এবং বিশ্বের তৃতীয় দ্রুততম।
তবে সবচেয়ে বিস্ময়কর রেকর্ডটি হলো— ৪৯ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি। যা টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বলে দেড়শ ছোঁয়ার নজির। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের দখলে, যিনি ৫২ বলে ১৫০ রান করেছিলেন।
এই ভয়ঙ্কর ইনিংসে অ্যালেন মাত্র ৫টি চার মারলেও বাকি ১৩৪ রানই করেন বাউন্ডারি থেকে, যা নিজেও একটি অনন্য কীর্তি।
ফিন অ্যালেনের এই ঝড়ো ইনিংসে ভর করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ৫ উইকেট হারিয়ে তোলে এমএলসি’র ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৬৯ রান। দলের হয়ে সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩৬ ও হাসান খান ৩৮ রানের মূল্যবান ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ছিল যেন দিশেহারা। মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে তারা হেরে যায় বিশাল ১২৩ রানে। সান ফ্রান্সিসকোর পক্ষে হারিস রউফ ও হাসান খান ৩টি করে উইকেট শিকার করেন। অন্যপ্রান্তে রাচিন রবীন্দ্র (৪২) ও মিচেল ওয়েন (৩৯) চেষ্টা করলেও হার এড়াতে পারেননি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড সবচ য়
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট