ঝালকাঠির রাজাপুরে দূরপাল্লার হানিফ পরিবহন ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক সড়কের রাজাপুর উপজেলা গালুয়া ইউনিয়নের পাকাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাগুরার পারনান্দুয়ালী এলাকার মৃত মজিদ বিশ্বাসের ছেলে মশিউর রহমান বিশ্বাস (৬৫) ও ফরিদপুরের কামারখালী এলাকার আজিজ বিশ্বাসের ছেলে সুয়াজ বিশ্বাস (৪৫)। তাঁরা দুজনেই পিকআপ ভ্যানের চালক। দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন সুয়াজ বিশ্বাস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে যায়। চালকের আসনে থাকা সুয়াজ বিশ্বাসের লাশ পিকআপের ভেতরে আটকা পড়েছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাশটি বের করা হয়। অপর চালক মশিউর রহমানের লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া দুটি জাতীয় পরিচয়পত্র ও একটি মুঠোফোন নম্বর থেকে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

নিহত মশিউর রহমানের খালাতো ভাই রুহুল আমিন (৬৫) মুঠোফোনে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই করে পিকআপটি নিয়ে দুই চালক ঝালকাঠির দিকে যাচ্ছিলেন। পথে দূরপাল্লার বাসের সঙ্গে সংঘর্ষে তাঁরা নিহত হন। নিহত মশিউর রহমান দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তাঁর স্বজনেরা লাশ নিজেদের হেফাজতে নিতে ঝালকাঠিতে রওনা দিয়ে গেছেন।

অপর দিকে দূরপাল্লার বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। একজন গাড়ির চালক ও দুজন সহকারী ছিলেন। তাঁরা ঘটনার পর পলাতক। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

ইসমাইল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেছে। অপর জনের লাশ পিকআপের মধ্যে আটকা পড়ায় তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প কআপ ভ য ন স ঘর ষ ঝ লক ঠ

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু