সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরে বাধা সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটি এ ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

শনিবার দুপুরে জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের সঙ্গে কথা শেষে ফেরার পথে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার নেতৃত্বে একদল মানুষ পাথর কোয়ারি চালুর দাবিতে উপদেষ্টাদের গাড়ি বহরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। এসময় জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, যুবদল নেতা সুমন আহমদ ও শ্রমিক দলের দেলওয়ার হোসেনকে দেখা যায়। এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদসহ আরও কয়েকজন নেতাকর্মীকে সেখানে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার এক যৌথ বিবৃতিতে বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক মো.

আলমগীর কবির বলেন, জাফলং শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি একটি পরিবেশগতভাবে সংকটাপন্ন ও সংরক্ষণযোগ্য অঞ্চল। এখানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে সরকারের যে সাহসী পদক্ষেপ, তা দেশের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিবৃতিতে বলা হয়, উপদেষ্টারা জাফলংয়ে আর কোনো পাথর উত্তোলনের ইজারা না দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা বাপা আন্তরিকভাবে স্বাগত জানায়। কিন্তু সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি দলকে অবরুদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া জাতীয় স্বার্থবিরোধী ও ন্যক্কারজনক।

বাপার মতে, অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে রাষ্ট্রের প্রতিনিধি দল বাধার মুখে পড়া শুধু উদ্বেগজনক নয়, বরং তা পরিবেশ সুরক্ষায় রাষ্ট্রের অঙ্গীকারকে ক্ষুণ্ন করে। বাপা জাফলংসহ সিলেট অঞ্চলের সব পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকায় পাথর উত্তোলনের স্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থানীয় জনগণের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ফল উপদ ষ ট পর ব শ জ ফল য়

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ