জেইউসির একাংশ: সভাপতি হেলালী, সম্পাদক জাফর
Published: 14th, June 2025 GMT
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর (জেইউসি) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে হেলালী-মাহবুব-জাফর প্যানেল’র সব প্রার্থী বিজয়ী হয়েছেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন- বাংলানিউজটোয়েন্টিফোর.কমের কক্সবাজার স্টাফ করেসপন্ডেন্ট নুরুল ইসলাম হেলালী, আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক রূপালী সৈকত পত্রিকার বার্তা সম্পাদক এস এম জাফর। এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এম আর মাহবুব, যুগ্ম-সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, সদস্য পদে দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার এম জসিম উদ্দিন ছিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেস ক্লাবে ভোট হয়। নির্বাচনে ৫৩ ভোটারদের মধ্যে ২৯ জন ভোট দেন। এতে আশেক-হাসিম-আনছার প্যানেল এর সাত প্রার্থী একটি করে এবং সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম দুই ভোট ও যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার তিন ভোট পান। ভোটে নির্বাচন কমিশন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হয় ছ ন
এছাড়াও পড়ুন:
এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত
বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।