Samakal:
2025-11-02@21:44:55 GMT

চার্জ সমস্যায় কী করবেন

Published: 14th, June 2025 GMT

চার্জ সমস্যায় কী করবেন

স্মার্টফোনে ব্যাটারি আর চার্জিং নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায়। অনেকে বলেন চার্জ হচ্ছে ধীরে, আবার কারও অভিযোগ ডিভাইসে বেশিক্ষণ চার্জ থাকছে না। যার পেছনে কাজ করে বহুবিধ কারণ। কয়েকটি পরামর্শ মেনে চললে আগের মতো চার্জের গতি ফিরে আসবে।
প্রথমেই মোবাইলে যদি কাভার থাকে, অর্থাৎ ফোন পুরোনো হলে চার্জের সময় তা খুলে রাখা শ্রেয়। গরমের সময় চার্জিংয়ের ফলে স্মার্টফোনে স্বাভাবিকের তুলনায় বাড়তি তাপ ছড়ায়। কারণ ফোনে যদি কাভার থাকে, তাহলে ব্যাটারি হিট হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। তাই কাভার সরিয়ে ফোন চার্জে রাখা নিরাপদ। যদি ওয়্যারলেস চার্জিং করার সুবিধা থাকে, তাহলে তা এড়িয়ে চলুন। কারণ, ওয়্যারলেস চার্জিং কিছুটা ইউটিউব, গেমিং আর সোশ্যাল মিডিয়া    স্মার্টফোনে এখন গেম খেলার প্রবণতা বহুগুণে বেড়ে গেছে। আবার ফোন চার্জিং অবস্থায় রেখেই অনেকে গেমে বিভোর হয়ে যান। ফলে ব্যাটারি ও প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়ে। তখন চার্জ হতে বাড়তি সময় লাগে। অন্যদিকে, ফোনের ব্যাটারির ভেতরের অংশে সক্ষমতার ক্ষয় হয়। ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় যখন থাকবেন, তখন গেমের মধ্যে না থাকাই শ্রেয়। এ কারণে চার্জিং গতি কমে যায়। অ্যাপ ছাড়া এখন সব কাজই প্রায় অচল। জরুরি অ্যাপ রেখে প্রয়োজন নেই বা এখন দরকার নেই– সেসব ফাইল মুছে ফেলা উচিত। কারণ, ব্যবহার না করলে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোডকৃত অ্যাপ ব্যাটারি ও প্রসেসরকে ব্যস্ত করে। ব্যাটারির ক্ষমতা দ্রুত ফুরিয়ে যায়। বিপরীতে কমে যায় চার্জ সময়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ