মেটা এআই অ্যাপের ব্যক্তিগত তথ্য প্রকাশের সুবিধা কী গোপনীয়তা উদ্বেগ তৈরি করছে?
Published: 15th, June 2025 GMT
মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ মেটা এআইয়ে ব্যবহৃত ব্যক্তিগত কথোপকথন, অডিও ক্লিপ ও ছবি অনেক সময় ব্যবহারকারীদের অজান্তেই প্রকাশিত হচ্ছে। অ্যাপের ‘শেয়ার’–সুবিধা ঘিরে তৈরি হওয়া এই বিভ্রান্তি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটকে প্রশ্ন করার পর ব্যবহারকারীদের সামনে একটি ‘শেয়ার’ বাটন দেখা যায়। সেই বাটন চাপলে কথোপকথনের একটি প্রিভিউ পর্দায় ভেসে ওঠে। যেখান থেকে তা অনলাইনে প্রকাশ করা যায়। অনেকেই এসব তথ্য শেয়ারও করছেন। তবে অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না, তাঁরা যে তথ্য বা বার্তা শেয়ার করছেন, তা সবার জন্য উন্মুক্ত হয়ে পড়ছে। ফলে অ্যাপে প্রতিনিয়ত এমন অনেক তথ্য ছড়িয়ে পড়ছে, যা সাধারণত ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকার কথা। সাইবার নিরাপত্তা বিশ্লেষক র্যাচেল টোব্যাক এমনও তথ্য শনাক্ত করেছেন, যেখানে ব্যবহারকারীর বাসার ঠিকানা ও আদালতের স্পর্শকাতর তথ্য প্রকাশ পেয়েছে। শুধু লিখিত বার্তাই নয়, অ্যাপে শেয়ার হওয়া অডিও ক্লিপেও উঠে এসেছে বিব্রতকর প্রশ্ন।
গোপনীয়তার এ ধরনের ঘাটতির কারণে ব্যবহারকারীরা বুঝে উঠতে পারছেন না, কোন তথ্য কীভাবে শেয়ার হচ্ছে এবং তাঁদের প্রোফাইল যদি ইনস্টাগ্রামে পাবলিক থাকে, তাহলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করলে কথোপকথনগুলোও সবার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। এ নিয়ে প্রযুক্তি গণমাধ্যম টেকক্রাঞ্চ মেটার সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, এই বিভ্রান্তির জন্য মূলত মেটার ফিচার ডিজাইন দায়ী। ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ‘স্যোশাল শেয়ার’ হিসেবে প্রকাশ করার মতো সুবিধা সংযুক্ত করার চিন্তা প্রযুক্তিগতভাবে প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকদের মতে, অ্যাপের বর্তমান কাঠামোতে গোপনীয়তা রক্ষার ন্যূনতম নিশ্চয়তা না থাকায় এটি ব্যবহারকারীদের জন্য একটি ডিজিটাল ঝুঁকিতে পরিণত হচ্ছে। মেটা যদি ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে চায়, তবে অ্যাপের ডিজাইন ও গোপনীয়তা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা ছাড়া উপায় নেই।
অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ এপ্রিল বাজারে আসার পর এখন পর্যন্ত মেটা এআই অ্যাপটি ৬৫ লাখবার নামানো হয়েছে।
সূত্র: টেকক্রাঞ্চ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে