ইরানের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। তখন থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। পাল্টাপাল্টি এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত যা যা ঘটল:

ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল–জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জনই শিশু।

ইসরায়েলের প্রথম দিনের হামলায় ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে নিশানা করা হয়। হামলায় দেশটির সেনাপ্রধান ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধানসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন।
ইসরায়েলের হামলায় ইরানের ৬ জন পরমাণুবিজ্ঞানীও নিহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত থেকে ইরানের চালানো হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ১০ জন নিহত এবং কমপক্ষে ১৪০ জন আহত হওয়ার খবর দিয়েছে সিএনএন। কিছু ভবনও বিধ্বস্ত হয়েছে। এর আগে গতকাল শনিবার ভোরে ইসরায়েলে ইরানের হামলায় তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছিল বার্তা সংস্থা এপি। সব মিলে গত দুই দিনে ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা কমপক্ষে ১৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার রাতেও ইরানের বেশ কিছু জায়গাকে হামলার নিশানা করেছে ইসরায়েল। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল শারান তেলের ডিপো এবং তেহরানের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে দুই জায়গাতেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এ ছাড়া দেশটির দক্ষিণে বুশেহর প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলেও জানিয়েছে তেল মন্ত্রণালয়।

ইরানি গণমাধ্যম ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তাদের পারমাণবিক তৎপরতা–সংক্রান্ত একটি গবেষণাপ্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হয়েছে। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এগুলোকে হামলার নিশানা করা হয়েছে।

গতকাল শনিবার রাতে ইরানের পশ্চিমাঞ্চলে একটি ভূগর্ভস্থ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোরও দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণের জন্য এ ঘাঁটিকে ব্যবহার করা হতো।

আজ রোববার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্বনির্ধারিত আলোচনা হওয়ার কথা ছিল। তবে মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, ইসরায়েলের হামলার পর ওই আলোচনা বাতিল করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র দ ব গত র ত ইসর য় ল ত হয় ছ

এছাড়াও পড়ুন:

বিজিবিতে সিপাহি পদে নিয়োগ, জিপিএ–২.৫ হলে আবেদন

ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) সিপাহি (জিডি) নিয়োগ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৩ জুলাই থেকে। যেকোনো জেলার নারী ও পুরুষ প্রার্থী উভয়েই আবেদন করতে পারবেন। সিপাহী পদে আবেদনের শেষ তারিখ ১ আগস্ট ২০২৫।

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা

পুরুষ

উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে।

আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ৩৬৩৩০ এপ্রিল ২০২৫

নারী

উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুবিধা।

আবেদনে বয়সসীমা

৫ অক্টোবর ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ৬/১০/২০০২ থেকে ৫/১০/২০০৭–এর মধ্যে হতে হবে)।

আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানিতে চাকরি, সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে ১১৮ জন২৫ জুলাই ২০২৫বৈবাহিক অবস্থা

অবিবাহিত হতে হবে (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)

আবেদন ফি

আবেদন ফি বাবদ ডিজিটাল পদ্ধতিতে ৫৬ টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদন প্রক্রিয়া

বিজিবির ওয়েবসাইটে মিলবে আবেদনের প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ। ভর্তিসংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে কল করুন: ০১৬৬৯–৬০০৮০০ অথবা ০১৬৬৯–৬০০৮৮৮ নম্বরে কল করুন

আবেদনের শেষ তারিখ

১ আগস্ট ২০২৫

আরও পড়ুনকৃষি গবেষণা ইনস্টিটিউটে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৯৭২৪ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি গাজায়
  • চীনে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু, ১১টি প্রদেশে বন্যার সতর্কতা জ
  • বিজিবিতে সিপাহি পদে নিয়োগ, জিপিএ–২.৫ হলে আবেদন