ভেনিসে জেফ বেজোসের বিয়ের আয়োজন করতে দিতে চান না স্থানীয় বাসিন্দারা
Published: 15th, June 2025 GMT
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বাগদত্তা সাবেক টিভি সাংবাদিক লরেন সানচেজ বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের তারিখসহ বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে উৎসব আয়োজন ২৪ থেকে ২৬ জুনের মধ্যে হওয়ার কথা রয়েছে।
অবশ্য বেজোস ও সানচেজের বিয়ের আয়োজন নিয়ে ইতালির ভেনিসের স্থানীয় বাসিন্দারা বেশ ক্ষুব্ধ। তাঁদের আশঙ্কা, এ আয়োজনের কারণে অতিরিক্ত পর্যটনের চাপে বিশ্বের ঐতিহ্যবাহী এই শহর আরও ক্ষতিগ্রস্ত হবে।
গত মার্চে ভেনিসের ধনকুবের মেয়র লুইজি ব্রুনিয়ারো নিশ্চিত করেন, এই জুটি ভেনিসেই বিয়ে করতে যাচ্ছেন। এর পর থেকেই সক্রিয় হয়ে ওঠেন প্রতিবাদকারীরা। তাঁরা ‘নো স্পেস ফর বেজোস’(বেজোসের জন্য কোনো জায়গা নয়) স্লোগানে প্রচার জোরদার করেন।
ভেনিসের সান গিওর্গিও দ্বীপে অবস্থিত সান গিওর্গিও ব্যাসিলিকার বেল টাওয়ারে একটি বড় ব্যানার টাঙানো হয়, যেখানে লেখা ছিল ‘নো বেজোস’। সেখানে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে গুঞ্জন রয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবাদ কর্মসূচির আয়োজক ফেদেরিকা টনিনেলো বলেছেন, বিয়ের ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে পারে ‘দ্য মিসেরিকর্ডিয়া’ নামের একটি সাবেক দাতব্য প্রতিষ্ঠান। সেটি এখন ইভেন্ট ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।
ফেদেরিকা বলেন, ‘বেজোসকে মিসেরিকর্ডিয়ায় পৌঁছাতে দেওয়া হবে না। আমরা রাস্তায় শুয়ে থাকব, খালগুলোতে লাইফসেভার, ছোট নৌকা দিয়ে পথ বন্ধ করে দেব।’
আরেক প্রতিবাদকারী না হ্যাবি স্টেলা ফায়ে বলেন, ‘এক কোটি ডলারের একটি বিয়ে ভন্ডুল করে দেওয়ার সুযোগ আছে আমাদের সামনে। সবাই চলো সেটা করি।’
অবশ্য বেজোস-সানচেজের বিয়ের বিষয়ে খুব অল্প তথ্যই জানা গেছে। তবে গণমাধ্যমে অতিথিদের তালিকা, হোটেল বুকিং, কনের পোশাকসহ নানা বিষয়ের খবর ছড়িয়ে পড়েছে।
ভেনিসের বিরোধীদলীয় কাউন্সিলর জিওভান্নি আন্দ্রেয়া মার্তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, ‘এই বিয়ে নিয়ে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে, বিশেষ করে নিয়ন্ত্রণহীন পর্যটনে এমনিতেই ভেনিসের অবস্থা খারাপ।’
মেয়র ব্রুনিয়ারো মার্কিন ধনকুবের বেজোসের বিয়ের অনুষ্ঠান আয়োজনের বিরুদ্ধে এই প্রতিবাদকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন।
মেয়র স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, ‘মাত্র ২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এত ছোট পরিসরে আয়োজনে শহরবাসীর কোনো সমস্যাই হবে না।’
তবে কাউন্সিলর মার্তিনি বলেন, ‘ব্রুনিয়ারোর দাবি মিথ্যা। এটা ভেনিসকে ডিজনিল্যান্ডে পরিণত করার চরম উদাহরণ। এই বিয়ে সাধারণ ভেনিসবাসীর কোনো উপকারে আসবে না, বরং কেবল ভোগান্তিই বাড়াবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা