আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি আয়োজিত ক্যানস্যাট ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় দ্বিতীয় স্থান এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছে ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ৫-৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত` হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, তাইওয়ান, কানাডা, তুরস্ক, কোরিয়া, ভারত, ইতালি, মেক্সিকো, মালেশিয়া, সিংঙ্গাপুর, জার্মানিসহ প্রায় ১৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল।

দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে ইউআইইউ এর দলটি বিশ্বে সপ্তম স্থান অর্জনের পাশাপাশি এশিয়ান দলগুলোর মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে।

আরো পড়ুন:

র‍্যাগিং বন্ধ ও নিরাপত্তার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

এর আগে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এই দলটি ২০২৪ সালের ক্যানস্যাট প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় এবং বিশ্বে ১১তম হয়েছিল।

ক্যানস্যাট হল একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা, যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলির জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কন্টেইনার এবং প্রোব) ডিজাইনের কাজ করে।

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে তৃতীয় ইউআইইউ

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫-এ বিশ্বে তৃতীয় ও এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মার্স রোভার টিম।

তুরস্কের স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি) আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ২৩-২৭ জুলাই ২ তুরস্কে অনুষ্ঠিত হয়।

বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি ইউআইইউ এর মার্স রোভার টিম বেশ কয়েকটি পুরষ্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে রয়েছে- সেরা স্বনির্ভর, ড্রাইভিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দল এবং সেরা বিজ্ঞান দল।

আরো পড়ুন:

জবির প্রভাবশালী আওয়ামীপন্থি ‘ক্যাডার’ শিক্ষকরা যেখানে আছেন

রাবি ছাত্রদলের কমিটি: সভাপতি-সম্পাদকসহ অধিকাংশেরই ছাত্রত্ব নেই

বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এ অর্জন ইউআইইউ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় সংকল্প এবং প্রকৌশলগত উৎকর্ষতায় দক্ষতা প্রদর্শন করে। ইউআইইউ মার্স রোভার টিমের অটোনোমাস নেভিগেশন, বৈজ্ঞানিক গবেষণা ক্ষমতা এবং শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিযোগিতার বিভিন্ন বিচারক এমনকি অপরাপর অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় দলগুলিকে মার্স রোভার ভিত্তিক ডিজাইন নির্মাণ করতে আমন্ত্রণ করে, যেখানে উদ্ভাবিত রোভার বা রোবোটগুলো মহাশূন্যে বিভিন্ন অনুসন্ধানের প্রতিবন্ধকতাকে দূর করার মতো জটিল কাজ সম্পাদন করতে সক্ষম। এআরসি বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা স্পেস এক্সপ্লোরেশন সোসাইটির (ইউকেট) একটি উদ্যোগ।

এআরসি-তে এই অর্জন ইউআইইউকে বিশ্বব্যাপী শীর্ষ রোভার ইঞ্জিনিয়ারিং দলগুলির মধ্যে অন্যতম হিসেবে স্থান দিয়েছে। এছাড়াও এই সাফল্য রোবোটিক্স এবং মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দক্ষতাকে বৈশ্বিক পরিমণ্ডলে জোরালোভাবে দেখাচ্ছে।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে তৃতীয় ইউআইইউ