Samakal:
2025-11-02@21:45:05 GMT

গল টেস্টে অনিশ্চিত মিরাজ

Published: 16th, June 2025 GMT

গল টেস্টে অনিশ্চিত মিরাজ

মেহেদী হাসান মিরাজ খুশি ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মনোনীত হয়ে। ভালো লাগার আবেশ নিয়ে শুক্রবার গেছেন শ্রীলঙ্কা। কলম্বো বিমানবন্দরে পৌঁছে সতীর্থদের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্টও করেছিলেন। যদিও ওয়ানডের অধিনায়ক ভালো লাগায় বিভোর থাকতে পারেননি বেশিক্ষণ। প্রথম টেস্টের ভেন্যু গলে পৌঁছে শরীরে অস্বস্তি বোধ করতে থাকেন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে গতকাল হোটেলেই ছিলেন তিনি। প্রথম টেস্ট না খেলার শঙ্কা নিয়ে আজও হোটেলে থাকতে হতে পারে তাঁকে। কারণ আজ নতুন করে স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টের প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা।

বিসিবির প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী গতকাল সমকালকে জানান, থার্মোমিটারে তাপমাত্রা স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে জ্বর ও ব্যথা অনুভব করছেন মিরাজ। ঠান্ডা কাশি বা শরীরে ব্যথা থাকলেও করোনামুক্ত টাইগার এ অলরাউন্ডার। ওয়ানডে অধিনায়কও নিশ্চিত করেছেন অ্যান্টিজেন টেস্টে করোনা নেগেটিভ হওয়ার কথা। তবে শরীরে জ্বর অনুভব করাকে ফ্লুর লক্ষণ মনে করা হচ্ছে। 

বিসিবির চিকিৎসক বলেন, ‘ফ্লু হলে তাকে নাও খেলাতে পারে। কারণ যে কোনো ফ্লু পাঁচ দিন ছড়াতে পারে। ফ্লু থেকে অন্যদের রক্ষা করতেই খেলার বাইরে রাখার চিন্তা করতে পারে ম্যানেজমেন্ট। শরীর দুর্বল আছে বলেও জানা গেছে। দুর্বল থাকলে পাঁচ দিন খেলতেও পারবে না।’ 

জাতীয় দল সূত্রে জানা গেছে, মিরাজের ব্যাপারে আজ বিকালে সিদ্ধান্ত নেওয়া হবে। কিছুটা ভালো অনুভব করলে মিরাজের ওপর ছেড়ে দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার ভার।
 
সমুদ্রতীরের শহর গলেতে বৃষ্টির উৎপাত লেগেই আছে। বৃষ্টির কারণে শনিবার অনুশীলন করা হয়নি। গতকাল ছিল নাজমুল হোসেন শান্তদের প্রথম অনুশীলন সেশন। আবহাওয়া অনুকূল থাকলে কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য আজ আরেকটি অনুশীলন সেশন হতে পারে। যদিও গলের কন্ডিশন মুশফিকুর রহিমের কাছে পরিচিত। ২০১৩ সালে লঙ্কান এ ভেন্যুতেই প্রথম দ্বিশতক করেছিলেন তিনি। মুশফিকের ২০০, মোহাম্মদ আশরাফুলের ১৯০ আর নাসির হোসেনের ১০০ রানের টেস্ট ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ। এই ভেন্যুতে ২০১৭ সালে খেলা টেস্ট ম্যাচটি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের কাছে হেরে গিয়েছিলেন মুশফিকরা। 

গলের সে ম্যাচে বল হাতে ভালোই সফল ছিলেন মিরাজ। ৪২ ওভার বল করে ৬ উইকেট নিয়েছিলেন। সাকিব আল হাসান বেশি ওভার বল করলেও উইকেট প্রাপ্তিতে এগিয়ে ছিলেন মিরাজ। অসুস্থতার কারণে শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। দলের একমাত্র অলরাউন্ডারের বোলিং-ব্যাটিংয়ের ঘাটতি মেটাতে হবে দু’জনকে দিয়ে। মিরাজ খেলতে না পারলে স্বাভাবিকভাবেই ব্যাটিং লাইনআপ ছোট হবে। কারণ দুই পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার খেলবেন দু’জন। 

পাঁচ বোলার নিয়ে খেলতে হলে ব্যাটিং লাইনআপ হবে ছয়জনের। সাদমান ইসলামের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ওপেন করতে পারেন এ ম্যাচে। তিন নম্বরে মুমিনুল হক, চারে মুশফিকুর রহিম, পাঁচ নম্বরে লিটন কুমার দাস আর ছয়ে জাকের আলী অনিক। মিরাজ খেললে একাদশে নাঈমের জায়গা হবে না। সেক্ষেত্রে দলের লাভ ব্যাটিং লাইনআপ সাত নম্বর পর্যন্ত থাকবে। মিরাজ খেলেন বা নাই খেলেন গলে টেস্টের একাদশে তিনজন পেসার রাখার সুযোগ কম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ