জি-৭ যৌথ বিবৃতি দিলে স্বাক্ষর করবেন না ট্রাম্প
Published: 17th, June 2025 GMT
ইরান-ইসরায়েল সংঘাত নিষ্পত্তি নিয়ে জি-৭ এর কোনো যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমানোর আহ্বান জানিয়ে করা কোনও সম্ভাব্য জি-৭ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন না।
ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টায় নেতৃত্ব দিতে ফিরে এসেছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কাজ চালিয়ে যাবেন।
এর আগে মধ্যপ্রাচে চলমান এই।প্রাণঘাতী সংঘাত নিরসনে একটি খসড়া বিবৃতির সম্ভাবনা সম্পর্কে সংবাদ প্রকাশ করে বার্তামাধ্যম সিবিএস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তরুনদের অংশগ্রহণে জিরো ওয়েস্ট বিগ্রেড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে স্কুল প্রঙ্গনে এ গ্রীণ স্কুল ক্যাম্পেই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক এ এইচ এম রাসেদ।
উক্ত প্রতিযোগিতায় আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায়। গ্রীণ স্কুল ক্যাম্পেইন ও প্লাস্টিক- ৩ এর উপর কর্মসূচী পালন করেন, দেলপাড়া গিয়াসউদ্দিন স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।