আম্পায়ার্স কলে মুশফিকের বাঁচার পর বৃষ্টি, খেলা বন্ধ
Published: 18th, June 2025 GMT
১৫৯ রানে থাকতে মিলান রত্নায়েকের বলে এলবিডাব্লিউ হয়েছিলেন মুশফিক। তবে লঙ্কানদের আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন ধনাঞ্জায়া ডি সিলভা। রিপ্লেতে দেখা যায়, মুশফিক আম্পায়ার্স কলে রক্ষা পেয়েছেন। তার পরেই নামে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা। ১৩০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২৩ রান। মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত। জুটির সংগ্রহ ১১৪ রান।
১৫০ ছাড়ালেন মুশফিক, বাংলাদেশের চারশ
টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার ১৫০ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। ওভারের শেষ বলে লিটন দাসের বাউন্ডারিতে দলের রান স্পর্শ করে চারশ। খানিক বাদে লিটনও তুলে নিলেন ফিফটি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি। ১২২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪০৩। ১৫৪ রানে খেলছেন মুশফিক। লিটন ব্যাট করছেন ৫০ রানে।
এর আগে গল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন এই দুই ব্যাটার। প্রথম দিন তাই পুরোপুরি শান্ত-মুশফিকের নিয়ন্ত্রণে ছিল। দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাদের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।
দিনের শুরুতেই ১৪৮ রানে থামেন নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বলে তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কার সৌজন্যে। আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতে ভাঙে মুশফিকের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এরপর লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশকে টেনে নেন লিটন-মুশফিক জুটি। লাঞ্চ বিরতির আগে ২৭ ওভারে ৯১ রান যোগ করেছে সফরকারীরা। ২৭২ বলে ১৪১ রানে অপরাজিত মুশফিক। অন্য প্রান্তে ৫৭ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন লিটন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল