ইসিকে ২০ লাখ ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া
Published: 18th, June 2025 GMT
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে (ইসি) আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার সহায়তা দেবে দেশটি।
বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে ইউএনডিপি ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরের পর অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার। বাংলাদেশ যখন একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগকে স্বাগত জানাই। নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে সরাসরি সহায়তা করার জন্য ২০ লাখ ডলার অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। সরকার পরিবর্তনে সহায়তার জন্য জাতিসংঘ, ইউএনডিপি, ইউনেস্কো এবং ইউএন উইমেন– এর সঙ্গে অংশীদারিত্বে এই প্রকল্পটি স্বচ্ছতা ও টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমর্থন করবে।
ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ এই প্রকল্প এবং কর্মসূচির প্রথম অংশীদার। প্রথম দাতা হিসেবে তারা এগিয়ে এসেছে এবং আমরা এতে খুবই খুশি। এই কর্মসূচি জাতিসংঘ, ইউএনডিপি, ইউনেস্কো ও ইউএন উইমেন দ্বারা বাস্তবায়িত হবে। আমাদের মতো অন্যরাও নির্বাচন কমিশনকে সমর্থন করার জন্য এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ইসি পুনর্গঠনের পর থেকেই ইউএনডিপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ব্যালট প্রকল্পে তারা ১ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ডলার সহায়তা দেবে। ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাওয়ারনেস, ট্রেনিং, ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কসহ ১৬টি কম্পোনেন্টে এই প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে অস্ট্রেলিয়া ২০ লাখ ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এই প্রকল্পের অর্থায়নের জন্য দাতাদের সহযোগিতা পাওয়া যাবে। প্রকল্পটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এই প রকল প ইউএনড প র জন য
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা