জুলাই গণ–অভ্যুত্থান: ফ্ল্যাট পাবে শহীদদের পরিবার
Published: 19th, June 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে বিনা মূল্যে ফ্ল্যাট দিতে প্রকল্প নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি টাকা। সরকারের কোষাগার থেকে এই ব্যয় করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে একটি সরকারি জমিতে। প্রকল্পের আওতায় ৬টি ১৪ তলা ভবন ও ১০টি ১০ তলা ভবন নির্মাণ করা হবে।
নির্মাণ করা হবে মোট ৮০৪টি ফ্ল্যাট। প্রতিটির আয়তন হবে ১ হাজার ৩৫৫ বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটে দুটি শয়ন কক্ষ (বেডরুম), একটি ড্রয়িংরুম (বসার ঘর), একটি লিভিং রুম (আড্ডা ও বিশ্রাম ঘর), একটি খাবার কক্ষ, রান্নাঘর ও তিনটি শৌচাগার বা টয়লেট থাকবে।
প্রত্যেকের পরিবার পাচ্ছে এককালীন ৩০ লাখ টাকা। এ ছাড়া প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবে প্রতিটি শহীদ পরিবার। নতুন করে তাদের ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রকল্পটির আনুষ্ঠানিক নাম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্তে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত নিজস্ব জমিতে (‘৩৬ জুলাই’) আবাসিক ফ্ল্যাট নির্মাণ’। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রকল্পটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। সেখানে অনুমোদন পেলে কাজ শুরু হবে। ২০২৯ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে এখন পর্যন্ত ৮৩৪ জনকে শহীদ ঘোষণা করা হয়েছে। শহীদদের পরিবারকে নানাভাবে সহায়তা দিচ্ছে সরকার। প্রত্যেকের পরিবার পাচ্ছে এককালীন ৩০ লাখ টাকা। এ ছাড়া প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবে প্রতিটি শহীদ পরিবার। নতুন করে তাদের ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মিরপুরে ভবনের যে নকশা করা হয়েছে, সেখানে ৮০৪টি ফ্ল্যাট হবে। কমও হতে পারে। বাকিদের জুলাইয়ে আহতদের জন্য নেওয়া প্রকল্পে ফ্ল্যাট দেওয়া হতে পারে বলে জানিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্র। উল্লেখ্য, আহত ব্যক্তিদের মধ্যে যাঁরা কাজ করার ক্ষমতা হারিয়েছেন, তাঁদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করতে মিরপুরে আলাদা একটি প্রকল্প নেওয়া হচ্ছে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য এককালীন অর্থ, মাসিক সম্মানী, চিকিৎসা ভাতা, বাসস্থানের ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পেছনে এ অর্থ ব্যয় হবে।
মিরপুরে ভবনের যে নকশা করা হয়েছে, সেখানে ৮০৪টি ফ্ল্যাট হবে। কমও হতে পারে। বাকিদের জুলাইয়ে আহতদের জন্য নেওয়া প্রকল্পে ফ্ল্যাট দেওয়া হতে পারে বলে জানিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্র।পরিকল্পনা কমিশনে ১৬ জুন শহীদদের আবাসিক ফ্ল্যাট দেওয়াসংক্রান্ত প্রকল্পের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা কয়েকটি বিষয় তুলে ধরেন, যা নিয়ে জটিলতা হতে পারে। এর মধ্যে রয়েছে উত্তরাধিকার–সংক্রান্ত জটিলতা। শহীদদের উত্তরাধিকার হিসেবে কারা ফ্ল্যাট পাবেন, বাবা, মা, ভাই, বোন নাকি স্ত্রী ও সন্তান—এ প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন কর্মকর্তারা।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শহীদদের উত্তরাধিকার নির্ধারণ নিয়ে জটিলতার বিষয়টি আলোচনা হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি।
শহীদদের পরিবারকে যে ৩০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে, তা সরকারের সঞ্চয়পত্র। এর মধ্যে চলতি অর্থবছরে (২০২৪-২৫) সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে (২০২৫-২৬) সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ৬৭১টি শহীদ পরিবারকে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। ১৬৩টি পরিবারকে এখনো সঞ্চয়পত্র দেওয়া যায়নি। এর মধ্যে অন্তত ১৩৪টি ক্ষেত্রে শহীদদের উত্তরাধিকার নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শহীদদের মধ্যে যাঁরা বিবাহিত ছিলেন, তাঁদের উত্তরাধিকার কে হবেন, বাবা-মা, নাকি স্ত্রী-সন্তান, এটা নিয়েই মূল জটিলতা। পরিবারগুলো এ ক্ষেত্রে একমত হয়ে আবেদন করছে না।
১ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখায় এসেছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার শহীদ হুমায়ূন কবিরের বড় ভাই হজরত আলী। তাঁর দাবি, ছোট ভাইয়ের স্ত্রী সঞ্চয়পত্রের জন্য যে আবেদন করেছেন, সেখানে ওয়ারিশের তথ্য দেননি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা নথি ঘেঁটে দেখেন, আসলেই আবেদনের সঙ্গে ওয়ারিশের তথ্য দেওয়া হয়নি।
শহীদদের পরিবারকে যে ৩০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে, তা সরকারের সঞ্চয়পত্র। এর মধ্যে চলতি অর্থবছরে (২০২৪-২৫) সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে (২০২৫-২৬) সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, ফ্ল্যাট নির্মাণের সময় একটা নীতিমালা করা হবে। সেখানে স্পষ্ট করে বলা থাকবে, ওয়ারিশ সূত্রে (উত্তরাধিকার) শহীদ পরিবারের কে ফ্ল্যাটের মালিক হবেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। বেশির ভাগ ক্ষেত্রে সেখানেই পরিবারের সদস্যরা থাকেন। জীবিকাও সেখানে। পিইসি সভায় এ বিষয়েও আলোচনা হয়। সূত্র জানিয়েছে, বিভিন্ন জেলা থেকে সবাই এসে ঢাকায় থাকবেন কি না, না থাকলে ফ্ল্যাট বিক্রি অথবা ভাড়া দিতে পারবেন কি না—তা নিয়েও আলোচনা হয়। তবে সিদ্ধান্ত হয়নি।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মিরপুরে সরকারি যে জমিতে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে এখন পুরোনো কয়েকটি ভবন রয়েছে। ভবনগুলোতে বেশ কিছু পরিবার ভাড়া থাকে। উচ্ছেদ করতে গেলে তাঁরা আদালতে যেতে পারেন। এ বিষয়ও ভাবাচ্ছে মন্ত্রণালয়কে।
আমরা বুঝতে পারছি, একসময় এসব বিষয় আলোচনায় আসবে। তবে এখন এসব বিষয় চিন্তা করছি না। সরকারের শীর্ষ মহল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তখন এসব বিষয় সমাধান হবে।গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ নুরুল বাসিরগৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, এই মুহূর্তে তাঁদের অগ্রাধিকার হচ্ছে অবকাঠামো নির্মাণ। ভবন নির্মাণে যে সময় লাগবে, ততক্ষণে এসব বিষয়ে সমাধান ও সিদ্ধান্ত আসবে।
গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ নুরুল বাসির ১৭ জুন প্রথম আলোকে বলেন, কোনো পরিবারকে জোর করে ঢাকায় আনা হবে না। তাদের ইচ্ছার ওপর ঢাকায় আনা হবে। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি, একসময় এসব বিষয় আলোচনায় আসবে। তবে এখন এসব বিষয় চিন্তা করছি না। সরকারের শীর্ষ মহল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তখন এসব বিষয় সমাধান হবে।’
সৈয়দ নুরুল বাসির আরও বলেন, ফ্ল্যাট বিক্রির সুযোগ থাকবে না। যদি কেউ বিক্রি করতে চায়, তবে সরকারের শীর্ষ মহলের অনুমোদন নিতে হবে।
এখন ভাড়া বাসায় থাকি। সরকার ফ্ল্যাট দিলে আমাদের অনেক উপকার হবে।শহীদ মোহাম্মদ ইফতি আবদুল্লাহর বাবা মো.ইউনুস সরদার নিবন্ধন ফি কে দেবে
গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, ফ্ল্যাট নির্মাণের পর হস্তান্তরের সময় নিবন্ধন ফি দাঁড়াতে পারে ১০ লাখ টাকার আশপাশে। এই টাকা কে পরিশোধ করবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে গত ৪ মে সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পটির ওপর আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহায়ণ ও গণপূর্তসচিব নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত হয়, এ প্রকল্পের আওতায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ শুধু ভবন নির্মাণ করবে। গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ করে দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ ইফতি আবদুল্লাহর বাবা মো. ইউনুস সরদার প্রথম আলোকে বলেন, ছেলে জীবিত থাকলে নিশ্চয়ই বাবা-মাকে ভালো রাখত। ছেলে তো আর ফিরে আসবে না। তিনি বলেন, ‘এখন ভাড়া বাসায় থাকি। সরকার ফ্ল্যাট দিলে আমাদের অনেক উপকার হবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ম ণ কর ৩০ ল খ ট ক প রকল প র কর মকর ত দ র জন য গণপ র ত সরক র র
এছাড়াও পড়ুন:
নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোঘণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর বলেন, “যতক্ষণ না মূল্যস্ফীতির হার ৭ শতাংশের নিচে নেমে আসে, ততদিন নীতি সুদ হার ১০ শতাংশ নির্ধারিত থাকবে। এছাড়া স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির হার ১১ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৮ শতাংশ বজায় রাখা হবে। তবে যদি রপ্তানি কমে যায় ও টাকার ওপর চাপ সৃষ্টি হয়, তাহলে নীতিসুদ হার সাময়িকভাবে সমন্বয় করা হবে।”
আরো পড়ুন:
সালমানকে ১০০ কোটি, সায়ানকে ৫০ কোটি টাকা জরিমানা
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ
গভর্নর বলেন, “২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি একাধিক গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়। উচ্চ মূল্যস্ফীতি, টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, তারল্য সংকট, দুর্বল সুশাসন এবং ঋণ খেলাপির মাত্রা বেড়ে যাওয়ার মতো সংকট তখন প্রকট। তখন বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করেছে।”
তিনি বলেন, “সংকট মোকাবিলায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কঠোর মুদ্রানীতি অবলম্বন করেছে। একইসাথে, চালু করা হয়েছে একটি সম্পূর্ণ নমনীয় বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা। ব্যাংকিং খাতে সংস্কার প্রক্রিয়া জোরদার করা হয়েছে, যার মধ্যে রয়েছে দুর্বল ব্যাংকগুলোর কার্যক্রম পর্যালোচনা, সুশাসন নিশ্চিতকরণ এবং ঝুঁকিভিত্তিক তদারকি চালু করেছে।ফলে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা এসেছে। আমানতকারীদের আস্থা কিছুটা ফিরেছে এবং তারল্য পরিস্থিতিও উন্নতি হয়েছে।”
“চাহিদা ও সরবরাহের দিক থেকে নেওয়া নানা পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি হ্রাসের দিকে যাচ্ছে, তবে এটি এখনো লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। মার্কিন ট্যারিফ প্রভাবের ফলে টাকার অবমূল্যায়নজনিত খরচ বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হতে পারে। তাই প্রথমার্ধের কড়া মুদ্রানীতি বজায় রাখবে। যাতে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসে।”
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আগামী বছরের জুন নাগাদ গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ। সরকারের জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করেছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার (জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সময়ের জন্য) মুদ্রানীতি ঘোষণা করে।
ঢাকা/নাজমুল/সাইফ