ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সক্রিয়ভাবে কাজ করছে— এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। 

বৃহস্পতিবার (১৯ জুন) আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, “আমরা ইরানে এমন কোনো উপাদান পাইনি যা ইঙ্গিত দেয় যে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি সক্রিয় ও সংগঠিত পরিকল্পনা রয়েছে।”

আরো পড়ুন:

ইরান হরমুজ প্রণালি বন্ধ করলে কোন দেশের ক্ষতি বেশি?

যে শর্তে ইরানে হামলার চিন্তা স্থগিত রাখতে পারেন ট্রাম্প

তিনি আরো বলেন, “আমরা এমন কিছু দেখিনি যাতে আমাদের পরিদর্শকরা নিশ্চিতভাবে বলতে পারেন যে, ইরানে কোথাও পারমাণবিক অস্ত্র তৈরি বা উৎপাদন করা হচ্ছে।”

তবে মাত্র এক সপ্তাহ আগে আইএইএর বোর্ড অব গভর্নরস ইরানকে আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা চুক্তির প্রতি ‘অননুগত’ হিসেবে ঘোষণা দেয়। বোর্ড জানায়, ইরান ‘অনেকবার ব্যর্থ হয়েছে’ গোপন পারমাণবিক উপাদান ও কার্যক্রম বিষয়ে ‘সম্পূর্ণ ও সময়মতো সহযোগিতা’ করতে।

বিশেষ করে, ইরানের কয়েকটি ঘোষণাবিহীন স্থানে ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেলেও দেশটি তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বলে অভিযোগ করেছে সংস্থাটি। এতে ইরানের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরো বেড়েছে। 

এদিকে, ইসরায়েল-ইরানের মধ্যকার সংঘাত সপ্তম দিনে পৌঁছেছে এবং উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। 

ইসরায়েল বলছে, ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় তাদের হামলা চালানোটা খুবই জরুরি ছিল এবং সে হামলাগুলো তারা সফলভাবে চালিয়েছে।

ইসরায়েল সরকার বলছে, এই হামলা ‘প্রতিরোধমূলক’ ছিল; এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক বোমা তৈরির এক আসন্ন ও অনিবার্য হুমকি মোকাবিলা করা। কিন্তু এই দাবি সমর্থন করার মতো কোনো প্রমাণ তারা দিতে পারেনি। বরং ইসরায়েলের হামলা অত্যন্ত পরিকল্পিত ও দীর্ঘদিন ধরে প্রস্তুত করা হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল এমন ক

এছাড়াও পড়ুন:

বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন। 

গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি।  

আরো পড়ুন:

‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’

সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?

পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?”  

ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।” 

পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ