চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন অটোরিকশাচালক মো. ফোরকান (২৫) ও সহযোগী মো. হানিফ (৩২)। গতকাল বুধবার রাতে আনোয়ারা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মো. ফোরকান উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মো. সোলাইমানের ছেলে। মো. হানিফ একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে। গতকাল বিকেলে তাঁরা অটোরিকশার যাত্রী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই তরুণী অটোরিকশা থেকে লাফ দিয়ে আহত হন। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল আনোয়ারা কেইপিজেডের ১১ নম্বর গেট এলাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ওই তরুণী। কিছু দূরে গিয়ে তিনি বুঝতে পারেন, তাঁকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া হয়নি। এ সময় তিনি নেমে যেতে চাইলে চালক ও তাঁর সহযোগী অটোরিকশা থামাননি। পরে একটি নির্জন এলাকায় চাকা নষ্ট হয়েছে বলে অটোরিকশা দাঁড় করিয়ে চালক ও তাঁর সহযোগী তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে অটোরিকশা থেকে লাফ দেন তরুণী। এতে রাস্তায় পড়ে তাঁর নাক-মুখ থেঁতলে যায় ও একটি দাঁত পড়ে যায়। পরে তিনি সেখান থেকে পালিয়ে কাছের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে সন্ধ্যায় ওই তরুণী থানায় মামলা করলে পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা রাতেই অভিযান শুরু করি। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে ২ নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বন্দরে ১০৯ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রি নগদ ১৫ হাজার ৭৮০ টাকাসহ ২ নারী মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ২ মেয়ে নিঝুম (২৬) ও জেরিন (২৪) একই থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার সোবহান মিয়ার ছেলে নয়ন (২২) ও মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে রাজু (২৩)।

ইয়াবা ট্যাবলেট উদ্ধার  ও মাদক বিক্রি নগদ টাকা জব্দের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে  মঙ্গলবার  দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬(৮)২৫।

গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মামলায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামী নিঝুমের বসত ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ