চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল বোটাফোগো
Published: 20th, June 2025 GMT
প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সের ক্লাব পিএসজি। স্প্যানিশ কোচ লুইস এনরিকে দলকে মৌসুমে ট্রেবলও জিতিয়েছেন। শুধু শিরোপা নয় প্যারিসের ক্লাবটিকে এক সুতোয় গেঁথেছেন সাবেক বার্সা ও স্পেন কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দাপটের সঙ্গে খেলা এবং ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া ওই পিএসজিকে ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিয়েছে গত মৌসুমে ব্রাজিলের লিগ চ্যাম্পিয়ন বোটাফোগো।
ম্যাচের ৩৬ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার ইগোর জেসুস গোল করেন। তাকে গোলে সহায়তা দেন ভেনেজুয়েলান প্লে মেকার সাভারিনো। ওই গোল আর শোধ করতে দেয়নি বোটাফোগো। এমনকি ডিজেরি দুয়ে, কাভারাস্তখেলিয়া, ভিতিনহাদের নিয়ে গড়া দল পিছিয়ে পড়ার পর গোল শোধ করার মতো সুযোগও তৈরি করতে পারেনি।
বলের লড়াইয়ে পিএসজিকে পরাস্ত করা দুষ্কর। পজিশন নিয়ে খেলতে পছন্দ করলেও ব্রাজিলের ক্লাব বোটাফোগো বল পায়ে রাখার লড়াইয়ে পিএসজির সঙ্গে পাঙ্গা নেয়নি। বরং রক্ষণ মজবুত করে খেলেছে এবং কাউন্টার অ্যাটাকে ভরসা রেখেছিল।
যে কারণে বোটাফোগো মাত্র ২৫ শতাংশ বল পায়ে রাখলেও গোলের লক্ষ্যে ৪টি শট রাখতে পেরেছিল। যার একটি পিএসজির জালে যায়। লা প্যারিসিয়ানরা বলের দখল রেখেও গোলের লক্ষ্যে শট নিতে পারে মাত্র দুটি।
তবে কর্ণার থেকে গোল আদায় করার ভালো সুযোগ ছিল পিএসজির। ১০টি কর্ণার কিক পেয়েছিল তারা। বোটাফোগোর ৬ ফিট ৬ ইঞ্চির ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার জাইর কুনিয়া ও ৬ ফিট ৪ ইঞ্চির আর্জেন্টাইন ডিফেন্ডার অ্যালেক্সসান্দ্রো বারবোজার কারণে বাতাসের বলে সুবিধা করতে পারেনি পিএসজি। ডিফেন্সিভ মিডফিল্ডে সাবেক নাপোলি ও এভারটনের এলান ছিলেন দেয়ালের মতো। যা ভেদ করে নিঁখুত আক্রমণ তুলতে পারেনি পিএসজি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসজ ক ল ব ব শ বক প প এসজ
এছাড়াও পড়ুন:
বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায়
বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থানের মধ্যেই চমকে দিল আরও একটি অল্প বাজেটের হরর সিনেমা, ‘ওয়েপনস’। গত ৮ আগস্ট মুক্তির পর এক সপ্তাহও হয়েছে, এর মধ্যেই জ্যাক ক্রেগারের সাইকোলজিক্যাল হরর ও ডার্ক কমেডি ছবিটি ছুঁয়েছে নতুন মাইলফলক। চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম স্ক্রিন র্যান্ট জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ডলার, যা আর-রেটেড হরর ছবির জন্য বড় সাফল্য। ছবিটির বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার।
জুলিয়া গার্নার, জশ ব্রোলিন, অস্টিন আব্রামস অভিনীত ছবিটির গল্প শুরু হয় নিখোঁজ-রহস্য দিয়ে। এক রাতে একই প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক ঘটনা। ছবিতে স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী জুলিয়া গার্নার।
‘ওয়েপনস’ সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি