চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল বোটাফোগো
Published: 20th, June 2025 GMT
প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সের ক্লাব পিএসজি। স্প্যানিশ কোচ লুইস এনরিকে দলকে মৌসুমে ট্রেবলও জিতিয়েছেন। শুধু শিরোপা নয় প্যারিসের ক্লাবটিকে এক সুতোয় গেঁথেছেন সাবেক বার্সা ও স্পেন কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দাপটের সঙ্গে খেলা এবং ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া ওই পিএসজিকে ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিয়েছে গত মৌসুমে ব্রাজিলের লিগ চ্যাম্পিয়ন বোটাফোগো।
ম্যাচের ৩৬ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার ইগোর জেসুস গোল করেন। তাকে গোলে সহায়তা দেন ভেনেজুয়েলান প্লে মেকার সাভারিনো। ওই গোল আর শোধ করতে দেয়নি বোটাফোগো। এমনকি ডিজেরি দুয়ে, কাভারাস্তখেলিয়া, ভিতিনহাদের নিয়ে গড়া দল পিছিয়ে পড়ার পর গোল শোধ করার মতো সুযোগও তৈরি করতে পারেনি।
বলের লড়াইয়ে পিএসজিকে পরাস্ত করা দুষ্কর। পজিশন নিয়ে খেলতে পছন্দ করলেও ব্রাজিলের ক্লাব বোটাফোগো বল পায়ে রাখার লড়াইয়ে পিএসজির সঙ্গে পাঙ্গা নেয়নি। বরং রক্ষণ মজবুত করে খেলেছে এবং কাউন্টার অ্যাটাকে ভরসা রেখেছিল।
যে কারণে বোটাফোগো মাত্র ২৫ শতাংশ বল পায়ে রাখলেও গোলের লক্ষ্যে ৪টি শট রাখতে পেরেছিল। যার একটি পিএসজির জালে যায়। লা প্যারিসিয়ানরা বলের দখল রেখেও গোলের লক্ষ্যে শট নিতে পারে মাত্র দুটি।
তবে কর্ণার থেকে গোল আদায় করার ভালো সুযোগ ছিল পিএসজির। ১০টি কর্ণার কিক পেয়েছিল তারা। বোটাফোগোর ৬ ফিট ৬ ইঞ্চির ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার জাইর কুনিয়া ও ৬ ফিট ৪ ইঞ্চির আর্জেন্টাইন ডিফেন্ডার অ্যালেক্সসান্দ্রো বারবোজার কারণে বাতাসের বলে সুবিধা করতে পারেনি পিএসজি। ডিফেন্সিভ মিডফিল্ডে সাবেক নাপোলি ও এভারটনের এলান ছিলেন দেয়ালের মতো। যা ভেদ করে নিঁখুত আক্রমণ তুলতে পারেনি পিএসজি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসজ ক ল ব ব শ বক প প এসজ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ