ছাপচিত্রবিষয়ক ৯ দিনের কর্মশালা ‘ভাষাযোগ’ চলছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায়। ১৩ জুন শুরু হওয়া এই কর্মশালার অষ্টম দিনে আজ শুক্রবার মোট চারটি অধিবেশন সম্পন্ন হয়েছে। শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজন ও ব্যবস্থাপনায় ভাষাযোগ কর্মশালা পরিচালনা করছে শূন্য আর্ট স্পেস ও চলন্তিকা ভ্রাম্যমাণ স্টুডিও। ছাপচিত্র কর্মশালার অংশ হিসেবে ‘সুরসঙ্গত’ নামে গানের আসরেরও আয়োজন করা হয়েছে।

সুরসঙ্গত পর্বে শুক্রবার আমন্ত্রিত শিল্পী ছিলেন র‌্যাপার হান্নান। বিকেলে জাতীয় চিত্রশালার প্লাজাতে ভাষাযোগের কর্মশালায় শিল্পী হান্নান ও তাঁর দল শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। পরে তাঁর হিপহপ গানগুলো পরিবেশন করেন। এতে কর্মশালায় অংশগ্রহণকারী ছাড়াও আগত দর্শকেরা মেতেছিলেন হান্নানের গানের সঙ্গে। তাঁর পরিবেশনার মধ্যে ছিল ‘পিপ্ পিপ্’, ‘বান’,‘ রিস্ক’সহ বহুল জনপ্রিয় ‘আওয়াজ উঠা’ গানটি।

আগামীকাল শনিবার ভাষাযোগের শেষ দিনের সন্ধ্যা ছয়টায় সমাপ্তি অধিবেশনে ‘সুরসঙ্গত’-এ গান পরিবেশন করবেন শিল্পী অরূপ রাহী ও তাঁর দল ‘রাগানুগা’।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ