বিএসআরএফের কার্যনির্বাহী সদস্য হলেন রাইজিংবিডির আসাদ
Published: 22nd, June 2025 GMT
বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঠক প্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আসাদ আল মাহমুদ।
রবিবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
আরো পড়ুন:
‘অনিয়ম’ এলজিইডির কাজে, পদত্যাগ করানো হলো ইউপি চেয়ারম্যানকে
ডাকসু ও হল সংসদ নির্বাচনের বিধিমালা হালনাগাদ
দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন আসাদ আল মাহমুদ। তিনি সাংবাদিকতা জীবনে আমার সংবাদ, বিবার্তা ২৪ ডটনেট, আমাদের সময়, ভোরের ডাক ও বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
পেশাগত সংগঠনের পাশাপাশি আসাদ আল মাহমুদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্র্যাব, বিএসআরএফ, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি), জবি মিডিয়া ক্লাব, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি ঢাকা, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর সদস্য। তিনি নিজ জেলা ঝালকাঠিতে অবস্থিত নেছারিয়া ক্লাব, কাঁচাবালিয়া নেছারিয়া হাফেজি মাদরাসা ও ইয়াতিমখানার পরিচালকের দায়িত্বও পালন করছেন।
বিএসআরএফ নির্বাচনে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) মাসউদুল হক ৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব ৭০ ভোট পেয়েছেন।
কালের কণ্ঠের মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল) ৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম ও মোহাম্মদ আকতার হোসেন যথাক্রমে ৪৯ ও ৪১ ভোট পেয়েছেন।
কমিটির সহ-সভাপতি হয়েছেন মাইনুল হোসেন পিন্নু (গ্রিন টিভি), সাংগঠনিক সম্পাদক মাহমুদ আকাশ (জনকণ্ঠ), অর্থ সম্পাদক এম এইচ রবিন। যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (আলোকিত বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন আটজন। তারা হলেন- মো.
মো. রেজাউর রহিম (৪২ ভোট)।
নির্বাচনে মোট ১৫৬ জন ভোটারের মধ্যে ১৫১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে চারটি ব্যালট ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়।
ঢাকা/এএএম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র ব চ ত হয় ছ ন ব এসআরএফ সদস য
এছাড়াও পড়ুন:
গাজায় ত্রাণ নিতে গিয়ে ১,৭৬০ ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, মে মাসের শেষের দিক থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আরব নিউজের।
শুক্রবার (১৫ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার অফিস এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ‘২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত আমরা রেকর্ড করেছি যে, গাজায় সাহায্য চাইতে গিয়ে অন্তত ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৯৯৪ জন জিএইচএফের সাইটের আশেপাশে এবং ৭৬৬ জন বিভিন্ন ত্রাণ সরবরাহ রুটে নিহত হয়েছে। এই হত্যার অধিকাংশ ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে ঘটেছে।
গত ১ আগস্ট জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যা ১ হাজার ৩৭৩ জন বলা হয়েছিল। তবে এ সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।
আরো পড়ুন:
ইসরায়েলে সাবমেরিন সরবরাহের অনুমোদন দিল জার্মানি
গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়াল
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবারই কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১২ জন মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের সামরিক ক্ষমতা নষ্ট করতে কাজ করছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতা অবলম্বন করছে।
সামরিক প্রধান জানান, নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং বাকি জিম্মিদের মুক্ত করা।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর এবং আশেপাশের শরণার্থী শিবির নিয়ন্ত্রণে নিতে চাইছে, যা এই ভূখণ্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। গাজায় উপত্যকায় সংঘাত প্রায় দুই বছর ধরে চলছে।
ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, তাদের সৈন্যরা শহরের উপকণ্ঠে অভিযান চালাচ্ছে। যুদ্ধ সম্প্রসারণের ইসরায়েলি সরকারের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে ক্ষোভের পাশাপাশি ইসরায়েলের ভিতরেও বিরোধের মুখে পড়েছে।
জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিতে পারে, ইসরায়েল মানবিক সাহায্যের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস করেছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের এই সংখ্যাকে জাতিসংঘ বিশ্বাসযোগ্য বলে মনে করে।
ঢাকা/ফিরোজ