বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঠক প্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আসাদ আল মাহমুদ।

রবিবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

আরো পড়ুন:

‘অনিয়ম’ এলজিইডির কাজে, পদত্যাগ করানো হলো ইউপি চেয়ারম্যানকে

ডাকসু ও হল সংসদ নির্বাচনের বিধিমালা হালনাগাদ

দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন আসাদ আল মাহমুদ। তিনি সাংবাদিকতা জীবনে আমার সংবাদ, বিবার্তা ২৪ ডটনেট, আমাদের সময়, ভোরের ডাক ও বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

পেশাগত সংগঠনের পাশাপাশি আসাদ আল মাহমুদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্র্যাব, বিএসআরএফ, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি), জবি মিডিয়া ক্লাব, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি ঢাকা, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর সদস্য। তিনি নিজ জেলা ঝালকাঠিতে অবস্থিত নেছারিয়া ক্লাব, কাঁচাবালিয়া নেছারিয়া হাফেজি মাদরাসা ও ইয়াতিমখানার পরিচালকের দায়িত্বও পালন করছেন।

বিএসআরএফ নির্বাচনে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) মাসউদুল হক ৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব ৭০ ভোট পেয়েছেন।

কালের কণ্ঠের মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল) ৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম ও মোহাম্মদ আকতার হোসেন যথাক্রমে ৪৯ ও ৪১ ভোট পেয়েছেন।

কমিটির সহ-সভাপতি হয়েছেন মাইনুল হোসেন পিন্নু (গ্রিন টিভি), সাংগঠনিক সম্পাদক মাহমুদ আকাশ (জনকণ্ঠ), অর্থ সম্পাদক এম এইচ রবিন। যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (আলোকিত বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন আটজন। তারা হলেন- মো.

রবিউল ইসলাম (৭৮ ভোট), তোফাজ্জল হোসেন (৭৪ ভোট), আসাদ আল মাহমুদ (৭০ ভোট), মুহম্মদ আব্দুল মতিন (মতিন আব্দুল্লাহ) (৬৯ ভোট), আয়নাল হোসেন (৬২ ভোট), মো. রাকিব হাসান (৫৫ ভোট), শফিকুল ইসলাম (৫৩ ভোট),
মো. রেজাউর রহিম (৪২ ভোট)।

নির্বাচনে মোট ১৫৬ জন ভোটারের মধ্যে ১৫১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে চারটি ব্যালট ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়।

ঢাকা/এএএম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ব চ ত হয় ছ ন ব এসআরএফ সদস য

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।” খবর বিবিসির।

আরো পড়ুন:

বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত

হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

“একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব।”

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ