নোবেলের জন্য নাম প্রস্তাবের পরের দিনই ট্রাম্পের নিন্দায় পাকিস্তান
Published: 22nd, June 2025 GMT
নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাবের ঘোষণা দেওয়ার একদিন পর পাকিস্তান ইরানে ট্রাম্পের নির্দেশিত হামলার নিন্দা জানিয়েছে।
রবিবার পাকিস্তান জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কূটনীতিই ইরান সংকট সমাধানের একমাত্র উপায়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের কারণে উত্তেজনা ও সহিংসতার নজিরবিহীন বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক। উত্তেজনা আরো বৃদ্ধি পেলে এই অঞ্চল এবং এর বাইরেও মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে।”
আরো পড়ুন:
‘অপেক্ষা ও পর্যবেক্ষণে’ ইরানের মার্কিন হামলার সম্ভাব্য জবাব
আলজাজিরার বিশ্লেষণ
ইরানে হামলার জন্য ট্রাম্পকে অভিশংসনের মুখোমুখি হতে হবে কি?
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করে ‘মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।’
পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে হাজার হাজার মানুষ ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে মিছিল করেছে। ট্রাম্পের ছবি সম্বলিত একটি বিশাল আমেরিকান পতাকা রাস্তায় রাখা হয়েছিল যাতে বিক্ষোভকারীরা পদদলিত করতে পাারে। বিক্ষোভকারীরা আমেরিকা, ইসরায়েল এবং পাকিস্তানের আঞ্চলিক শত্রু ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।
পাকিস্তান শনিবার জানিয়েছিল, গত মাসে ভারতের সাথে চার দিনের সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্পের ভূমিকার জন্য তারা তাকে ‘একজন প্রকৃত শান্তিপ্রিয়’ হিসেবে মনোনীত করছে। ট্রাম্প ‘দুর্দান্ত কৌশলগত দূরদর্শিতা এবং অসাধারণ রাষ্ট্রনায়কত্ব প্রদর্শন করেছেন।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পরিচয় সংকটে ভুগে ঝুঁকেছিলেন মাদকে, পরে তিনিই হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট
ছবি: রয়টার্স