নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগে শাহজাহান ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

গতকাল রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকার সৌদিপ্রবাসী সোহরাব হোসেন সম্প্রতি তাঁর বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন। এ নিয়ে প্রতিবেশী শাহজাহান ভূঁইয়ার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। গতকাল দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হলে শাহজাহান ভূঁইয়া তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাতে সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

মামলার এজাহারে সোহরাব হোসেন অভিযোগ করেন, পুকুরে মাছ চাষ করতে গেলে শাহজাহান ভূঁইয়া ও তাঁর লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সেদিন তাঁকে ও তাঁর স্ত্রী ফাহমিদা পারভীনকে মারধর করা হয়। এ সময় শাহজাহান ভূঁইয়া গুলি করে হত্যার হুমকি দেন।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহজাহান ভূঁইয়ার হাতে বন্দুক থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান ভূঁইয়া। প্রথম আলোকে তিনি বলেন, প্রতিবেশী সোহরাব পুকুর পরিষ্কারের নামে তাঁর গাছপালা কেটে ফেলেন। বাধা দিতে গেলে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি নিজের লাইসেন্স করা বন্দুক পরিষ্কার করছিলেন, সেই সময় সোহরাবের লোকজন তাঁর হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেন। পরে সেটি ফেরত নিতে গেলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, প্রবাসীর করা মামলার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর লাইসেন্স করা বন্দুক ও ১০টি গুলি জব্দ করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হজ হ ন ভ বন দ ক স ন রগ প রব স ব এনপ

এছাড়াও পড়ুন:

“গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা।

তাঁরা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে।

কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ
  • তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা
  • দেশে অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে: আনু মুহাম্মদ
  • সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • সাংবাদিক তুহিনকে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • রূপগঞ্জে যে কারণে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ
  • সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  • গাজীপুরে সাংবাদিক হত্যায় যুব ফেডারেশনের তীব্র নিন্দা ও বিচার দাবি
  • “গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”