নারায়ণগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যার হুমকির অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
Published: 23rd, June 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগে শাহজাহান ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
গতকাল রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকার সৌদিপ্রবাসী সোহরাব হোসেন সম্প্রতি তাঁর বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন। এ নিয়ে প্রতিবেশী শাহজাহান ভূঁইয়ার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। গতকাল দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হলে শাহজাহান ভূঁইয়া তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাতে সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
মামলার এজাহারে সোহরাব হোসেন অভিযোগ করেন, পুকুরে মাছ চাষ করতে গেলে শাহজাহান ভূঁইয়া ও তাঁর লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সেদিন তাঁকে ও তাঁর স্ত্রী ফাহমিদা পারভীনকে মারধর করা হয়। এ সময় শাহজাহান ভূঁইয়া গুলি করে হত্যার হুমকি দেন।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহজাহান ভূঁইয়ার হাতে বন্দুক থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান ভূঁইয়া। প্রথম আলোকে তিনি বলেন, প্রতিবেশী সোহরাব পুকুর পরিষ্কারের নামে তাঁর গাছপালা কেটে ফেলেন। বাধা দিতে গেলে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি নিজের লাইসেন্স করা বন্দুক পরিষ্কার করছিলেন, সেই সময় সোহরাবের লোকজন তাঁর হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেন। পরে সেটি ফেরত নিতে গেলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, প্রবাসীর করা মামলার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর লাইসেন্স করা বন্দুক ও ১০টি গুলি জব্দ করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হজ হ ন ভ বন দ ক স ন রগ প রব স ব এনপ
এছাড়াও পড়ুন:
'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ
জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তার দুপাশে ও ফকির রোডে ১ হাজার ৫ শত বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করি খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।
উদ্ধোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।