রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
উপকরণ: পাউরুটি ৯ টুকরা, সেদ্ধ ডিম ৬টা, মেয়নেজ দেড় কাপ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, গাজর কুচি ২ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ, লেটুসপাতাকুচি আধা কাপ।
প্রণালি: ডিম সেদ্ধ করে কুচি করে নিন। ১ কাপ মেয়নেজের সঙ্গে গোলমরিচ, গাজরকুচি, ডিমের কুচি, লেটুস মেশান। পাউরুটির চারপাশের অংশ কেটে নিন। বাটার অল্প ভেজে নিন। পাউরুটি না ভেজেও স্যান্ডউইচ তৈরি করতে পারেন। প্রতি স্লাইসে হালকাভাবে মেয়নেজ মেখে নিন। এবার ডিম মেয়নেজের মিশ্রণ মেখে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। এর ওপর আবার মিশ্রণ দিয়ে আরও একটি পাউরুটি দিয়ে কোনাকুনি করে দুই ভাগ করে কেটে নিন। ইচ্ছা হলে সামান্য লেটুসপাতাও এতে দিতে পারেন। ৯ টুকরা পাউরুটি থেকে ৬টি ক্লাব স্যান্ডউইচ তৈরি করতে পারবেন।
আরও পড়ুনপেঁপের অন্যরকম এক সালাদের রেসিপি১৯ জুন ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তরুনদের অংশগ্রহণে জিরো ওয়েস্ট বিগ্রেড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে স্কুল প্রঙ্গনে এ গ্রীণ স্কুল ক্যাম্পেই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক এ এইচ এম রাসেদ।
উক্ত প্রতিযোগিতায় আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায়। গ্রীণ স্কুল ক্যাম্পেইন ও প্লাস্টিক- ৩ এর উপর কর্মসূচী পালন করেন, দেলপাড়া গিয়াসউদ্দিন স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।