বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে, তার দাফনও হয়েছে। এদেশের মাটিতে আর ফ্যাসিবাদ মাথা তুলতে পারবে না।”
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ্যানি কলেজ গভর্নিং বডির সভাপতি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “গতবছর আমরা রাজপথে আন্দোলনে ছিলাম। ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে হায়েনার মতো আচরণ করেছিল। এখন সময় প্রস্তুতির, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমরা মাঠে থাকব। জানিয়ে দেব, ফ্যাসিবাদের কোনো ঠাঁই এ দেশে নেই।”
আরো পড়ুন:
নির্বাচন সময়মতো না দিলে সিদ্ধান্ত রাজপথে: নিপুণ রায়
পঞ্চগড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা আক্কাস
তিনি বলেন, “আমরা ৩১ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। নির্বাচন হবে, প্রতিযোগিতা থাকবে। তবে, কোনো প্রতিহিংসা নয়। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্ধুর মৃত্যুতে নাচলেন আরেক বন্ধু
বন্ধুর মৃত্যু যেকোনো বয়সের মানুষের কাছেই বিষাদের, কষ্টের। সাধারণত দেখা যায়, মৃত ব্নধুকে শেষ বিদায় জানানোর সময় মানুষ কাঁদে। ধর্মমত মেনে, বন্ধুর আত্মার শান্তি কামনা করে। কিন্তু কাউকে নাচতে দেখা গেছে বলে শোনা যায় না। মৃত বন্ধুকে বিদায় জানানোর সময় নেচেছেন ভারতের এক ব্যক্তি। এর পেছনে রয়েছে এক গল্প।
যিনি নাচছেন তিনি মৃতের বন্ধু। আর মৃত বন্ধুর ইচ্ছা পূরণ করতেই শবযাত্রায় নাচছেন তিনি। যখন তিনি নাচছিলেন তখনও কাঁদছিলেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য, এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌর (Mandsaur) জেলায়। ঘনিষ্ঠ বন্ধুর শেষ ইচ্ছেকে সম্মান জানাতেই নেচেছেন মান্দসৌরের জাওয়াসিয়া গ্রামের বাসিন্দা অম্বালাল প্রজাপতি।
আরো পড়ুন:
এক নারীকে বিয়ে করে দুই ভাই বললেন ‘আমরা সন্তুষ্ট’
জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত
দুই বন্ধুর বয়সের ব্যবধান ছিলো ২০ বছরের। অনেক আগেই একটি চিঠি লিখেছিলেন সোহনলাল। তাতেই তিনি তার এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন। তখনই তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অম্বালাল।
চলতি বছরের বন্ধু দিবসে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পিটিআই-কে অম্বালাল বলেন, ‘‘ বন্ধুর শেষযাত্রায় আমি নাচব বলে কথা দিয়েছিলাম। সেই কথা রেখেছি। সোহনলাল আমার কাছে শুধুমাত্র একজন বন্ধু ছিলেন না। তিনি ছিলেন আমার ছায়ার মতো।’’
অম্বালালের সেই নাচ পুরোহিতসহ সকলের চোখে জল এনে দিয়েছে।
ঢাকা/লিপি