শ্রীপুরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালের কার্যক্রম বন্ধ করে জরিমানা
Published: 24th, June 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে ‘জায়েদা মাল্টিকেয়ার হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার।
পরে অভিযান চালিয়ে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম।
অভিযোগে বলা হয়, গত রোববার বেলা ১১টার দিকে মিথিলা আক্তার (২৪) নামের এক প্রসূতি নারীকে পৌর শহরের জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। মিথিলা শ্রীপুর সদর এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। শারীরিক পরীক্ষার পর হাসপাতাল কর্তৃপক্ষ সেদিনই মিথিলার সিজারিয়ান অপারেশন করতে পরামর্শ দেন। স্বজনেরা অপারেশনের জন্য রোগীকে অন্য হাসপাতালে নিতে চাইলে জায়েদা মাল্টি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক মো.
এ ঘটনায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে অভিযোগ দেন মিথিলার দেবর মেহেদী হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ওই হাসপাতালের নার্স ও কর্তৃপক্ষের অবহেলার কারণে তাঁর ভাতিজার মৃত্যু হয়েছে। বিষয়টি তিনি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের দাপ্তরিক নাম্বারে ফোন দিলে মোসা. শিমু নামের এক নারী ধরে বলেন, ব্যবস্থাপক মিটিংয়ে আছেন। তিনি কোনো কিছু জানেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই হাসপাতালে অপারেশনের দিন কোনো চিকিৎসক ছিলেন না। তা ছাড়া নার্সরা নিজেদের সনদ দেখাতে পারেননি। ভ্রাম্যমাণ আদালত তাঁদের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন এবং হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘এখন ২০০ কোটি থেকে অন্যরা ২০ হাজারে নামছে’
অভিনেত্রীর ফেসবুক থেকে