ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে অকল্যান্ড সিটি হজম করেছিল ১৬ গোল। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১০ গোল খাওয়ার পর বেনফিকার বিপক্ষে খেয়েছিল আরও ৬ গোল। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে গতকাল রাতের ম্যাচেও তাদের বড় হার প্রত্যাশা করছিল অনেকে। স্কুলশিক্ষক, কোমল পানীয় বিক্রেতা এবং রিয়েল এস্টেট এজেন্টসহ নানা পেশায় যুক্ত খেলোয়াড়দের নিয়ে গড়া নিউজিল্যান্ডের অপেশাদার দলটির ভরাডুবিই তো ছিল প্রত্যাশিত!

কিন্তু কাল রাতে অকল্যান্ড ছিল ভিন্ন মেজাজের এক দল। দুই ম্যাচে চার হালি গোল খাওয়ার পর গ্রুপ পর্ব থেকে বিদায়টাকে আরেকটু হয়তো রাঙাতে চেয়েছিল তারা। আর অকল্যান্ড সিটির সেই চাওয়ায় কপাল পুড়ল বোকা জুনিয়র্সের। অপেশাদার এই দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে এখন তুমুল সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনার শীর্ষ লিগে দ্বিতীয় সফলতম দলটি।

প্রথম দুই ম্যাচের একটিতে হেরে এবং অন্যটিতে ড্র করে বিদায়ের দ্বারপ্রান্তে ছিল ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব বোকা জুনিয়র্স। তবে প্রত্যাশা ছিল বেনফিকার বিপক্ষে বায়ার্ন মিউনিখের বড় জয় এবং অকল্যান্ড সিটির বিপক্ষে নিজেদের বড় জয়ে ঘুরে যাবে ‘সি’ গ্রুপের সমীকরণ।

আরও পড়ুনকোমল পানীয় বিক্রয় কর্মীসহ নানা পেশার লোক নিয়ে গড়া ক্লাব বিশ্বকাপের এই দলটি১৪ জুন ২০২৫

শেষ পর্যন্ত কোনোটাই হয়নি। বেনফিকা হারিয়েছে বায়ার্নকে আর অকল্যান্ডের সঙ্গে জিততে পারেনি বোকা। যা শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বোকার বিদায়ের কারণ হয়েছে। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় ছাপিয়ে অকল্যান্ডের সঙ্গে ড্র করাটাই এখন বিব্রতকর এক পরিস্থিতিতে ফেলেছে আর্জেন্টাইন ক্লাবটিকে।

বোকা জুনিয়র্সের হতাশা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অকল য ন ড আর জ ন ট

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন, বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা

টাঙ্গাইলে নানা আয়োজনে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার সকালে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় তাঁর মাজার প্রাঙ্গণ সর্বস্তরের মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এই নেতাকে স্মরণ করা হয়।

দিনের কর্মসূচি শুরু হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আনোয়ারুল আজীম আকন্দ শ্রদ্ধা জানান। পরে ভাসানীর পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ভাসানীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। দলটির জেলা শাখার সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ ছাড়া বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ আরও অনেকে।

নির্বাচন ভন্ডুল করার চেষ্টা চলছে জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, এতে কোনো লাভ হবে না। দেশের মানুষ নির্বাচনের জন্য উদ্‌গ্রীব হয়ে আছে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তা বিএনপিরই সরকার হবে। তিনি দাবি করেন, মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করা মানেই শহীদ জিয়াউর রহমানের পথ অনুসরণ করা।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, জামায়াত গণতন্ত্রের পক্ষের কোনো শক্তি নয়। জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরিয়েছে এই দল। তাঁর দাবি, বিএনপির সঙ্গে থেকে জামায়াত ১৫-২০টি আসন পেয়েছে। অথচ বিএনপির সঙ্গে না থাকলে তিনটি আসনও পায় না। এবার নির্বাচনে জামায়াতের একটি আসনও জুটবে না।

ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে যারা খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। ফ্যাসিবাদী কায়দায় শেখ হাসিনার নেতৃত্বে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে। তার বিচার চলছে। আমরা মনে করি, আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচারপ্রক্রিয়া হয়েছে। বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে, এর মাধ্যমে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

আওয়ামী লীগ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেন গন অধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, আওয়ামী লীগের যাঁরা হাজার কোটি টাকা নিয়ে বিদেশে অবস্থান করছেন। তাঁদের নির্দেশে ককটেল নিক্ষেপ ও জ্বালাও–পোড়াও থেকে বিরত থাকার জন্য দলটির সাধারণ কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর দাবি, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগের ক্ষমতায় আসতে ২১ বছর সময় লেগেছে। এরপর ৪১ বছরেও আর রাজনীতিতে দাঁড়াতে পারবে না তারা।

সম্পর্কিত নিবন্ধ