দুই ম্যাচে ১৬ গোল খাওয়া ক্লাবের স্কুলশিক্ষকের গোলে আর্জেন্টাইন পরাশক্তির বিদায়
Published: 25th, June 2025 GMT
ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে অকল্যান্ড সিটি হজম করেছিল ১৬ গোল। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১০ গোল খাওয়ার পর বেনফিকার বিপক্ষে খেয়েছিল আরও ৬ গোল। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে গতকাল রাতের ম্যাচেও তাদের বড় হার প্রত্যাশা করছিল অনেকে। স্কুলশিক্ষক, কোমল পানীয় বিক্রেতা এবং রিয়েল এস্টেট এজেন্টসহ নানা পেশায় যুক্ত খেলোয়াড়দের নিয়ে গড়া নিউজিল্যান্ডের অপেশাদার দলটির ভরাডুবিই তো ছিল প্রত্যাশিত!
কিন্তু কাল রাতে অকল্যান্ড ছিল ভিন্ন মেজাজের এক দল। দুই ম্যাচে চার হালি গোল খাওয়ার পর গ্রুপ পর্ব থেকে বিদায়টাকে আরেকটু হয়তো রাঙাতে চেয়েছিল তারা। আর অকল্যান্ড সিটির সেই চাওয়ায় কপাল পুড়ল বোকা জুনিয়র্সের। অপেশাদার এই দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে এখন তুমুল সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনার শীর্ষ লিগে দ্বিতীয় সফলতম দলটি।
প্রথম দুই ম্যাচের একটিতে হেরে এবং অন্যটিতে ড্র করে বিদায়ের দ্বারপ্রান্তে ছিল ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব বোকা জুনিয়র্স। তবে প্রত্যাশা ছিল বেনফিকার বিপক্ষে বায়ার্ন মিউনিখের বড় জয় এবং অকল্যান্ড সিটির বিপক্ষে নিজেদের বড় জয়ে ঘুরে যাবে ‘সি’ গ্রুপের সমীকরণ।
আরও পড়ুনকোমল পানীয় বিক্রয় কর্মীসহ নানা পেশার লোক নিয়ে গড়া ক্লাব বিশ্বকাপের এই দলটি১৪ জুন ২০২৫শেষ পর্যন্ত কোনোটাই হয়নি। বেনফিকা হারিয়েছে বায়ার্নকে আর অকল্যান্ডের সঙ্গে জিততে পারেনি বোকা। যা শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বোকার বিদায়ের কারণ হয়েছে। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় ছাপিয়ে অকল্যান্ডের সঙ্গে ড্র করাটাই এখন বিব্রতকর এক পরিস্থিতিতে ফেলেছে আর্জেন্টাইন ক্লাবটিকে।
বোকা জুনিয়র্সের হতাশা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ