মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধীনে এবারে এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৪৮২ জন। তবে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্র সংখ্যা। শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এদিকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বুধবার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। 

সিলেট বোর্ডের তথ্য মতে, এবার এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ৬৯ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ছেলে ২৭ হাজার ৮৬৮ জন ও মেয়ে ৪১ হাজার ৮১৫ জন। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫ জন। এর আগের বছর ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ১২৩ জন। 

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসিতে মোট পরীক্ষার্থীর মধ্যে এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হজার ৯৬৮ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৫৪২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ৭৩৫ ও অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮৯৯ জন। এছাড়া মান উন্নয়ন পরীক্ষার্থী ২৮ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ২১ জন রয়েছেন। 

এবার ৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া গত বছর ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও এবার ৩২২টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৫১ জন, মৌলভীবাজারে ১৪ হাজার ১৪৯ জন, সুনামগঞ্জে ১২ হাজার ৭শ’ জন ও হবিগঞ্জে ১১ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী রয়েছেন। 

পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আখঞ্জি জানান, এটা সিলেটবাসীর জন্য উদ্বেগের কারণ। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও কলেজগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কমে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে। 

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, কলেজগুলোতে পর্যাপ্ত সংখ্যক এইচএসসি শিক্ষার্থী ভর্তি না হওয়ায় পরীক্ষার্থী সংখ্যা কমেছে। এছাড়া সিলেট অঞ্চলের ছাত্রদের বিদেশ গমনে আগ্রহ রয়েছে। গত বছরে পাশের হার বেশি হওয়ায় পরীক্ষার্থী সংখ্যা কমেছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এইচএসস পর ক ষ র থ র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক এবং মনোবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও বিবরণ

১। সহকারী অধ্যাপক

বিভাগ: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। অনার্সে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান প্রার্থী না থাকলে ইইই/পদার্থবিজ্ঞান প্রার্থী বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে।

বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

২। সহকারী অধ্যাপক

বিভাগ: মার্কেটিং

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিবিএ ও এমবিএ–তে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

আরও পড়ুনজাহাঙ্গীরনগরের সামিয়া ইসলাম চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন৯ ঘণ্টা আগে

৩। প্রভাষক

বিভাগ: মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান

পদসংখ্যা: ০৩ (বিষয়: মার্কেটিং–২, গণিত/পরিসংখ্যান–১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মার্কেটিং/গণিত/পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও ভাতা: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ২ ঘণ্টা আগে

আবেদনের নিয়ম

প্রত্যেক পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

৭৫০ টাকা।

আবেদনের শেষ সময়

তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ: ২১ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান বিভাগ: ১৯ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি