সিলেট এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার
Published: 25th, June 2025 GMT
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধীনে এবারে এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৪৮২ জন। তবে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্র সংখ্যা। শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এদিকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বুধবার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
সিলেট বোর্ডের তথ্য মতে, এবার এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ৬৯ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ছেলে ২৭ হাজার ৮৬৮ জন ও মেয়ে ৪১ হাজার ৮১৫ জন। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫ জন। এর আগের বছর ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ১২৩ জন।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসিতে মোট পরীক্ষার্থীর মধ্যে এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হজার ৯৬৮ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৫৪২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ৭৩৫ ও অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮৯৯ জন। এছাড়া মান উন্নয়ন পরীক্ষার্থী ২৮ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ২১ জন রয়েছেন।
এবার ৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া গত বছর ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও এবার ৩২২টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৫১ জন, মৌলভীবাজারে ১৪ হাজার ১৪৯ জন, সুনামগঞ্জে ১২ হাজার ৭শ’ জন ও হবিগঞ্জে ১১ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী রয়েছেন।
পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আখঞ্জি জানান, এটা সিলেটবাসীর জন্য উদ্বেগের কারণ। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও কলেজগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কমে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, কলেজগুলোতে পর্যাপ্ত সংখ্যক এইচএসসি শিক্ষার্থী ভর্তি না হওয়ায় পরীক্ষার্থী সংখ্যা কমেছে। এছাড়া সিলেট অঞ্চলের ছাত্রদের বিদেশ গমনে আগ্রহ রয়েছে। গত বছরে পাশের হার বেশি হওয়ায় পরীক্ষার্থী সংখ্যা কমেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এইচএসস পর ক ষ র থ র
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।