চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করা ও রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে আগামী শুক্রবার থেকে রোডমার্চের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বাম সংগঠনের নেতারা। আজ বুধবার নগরীর চেরাগী পাহাড়ে বৈঠকখানা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের প্ল্যাটফর্মের ব্যানারে বাম নেতারা দুইদিনব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন। আগামী শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া এ রোডমার্চ পরদিন চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়া বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বন্দরকে আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে লিজ চুক্তির আলোচনা শুরু করে। যদিও তখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগের কথা বলে আওয়ামী লীগের সেই দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন করার নতুন প্রক্রিয়া শুরু করেছেন। 

তিনি আরও বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বন্দরের হ্যান্ডলিং সক্ষমতা ছিল ১০ লাখ টিইইউস। অথচ হ্যান্ডলিং হয়েছিল ১২ লাখ ৮১ হাজার টিইইউস। আর এটাই প্রমাণ করে বন্দরের আধুনিকতা ও সক্ষমতা। এই সফলতা সত্ত্বেও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র অনৈতিক ও আত্মঘাতী। রাখাইনের কথিত মানবিক করিডোর বা ত্রাণ চ্যানেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশকে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধে ঠেলে দেওয়ার মত ভূ-রাজনৈতিক চক্রান্ত। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার সভাপতি আশোক সাহা বলেন, এ সরকার স্থায়ী না। জাতীয় কিংবা রাষ্ট্রীয় কোনো বিষয়ে অগ্রসর হতে হলে এ ধরনের অস্থায়ী সরকার কোনো মৌলিক সিদ্ধান্ত নিতে পারে কি না সেটা ভাবার বিষয়। 

নূরুচ্ছাফা ভূঁইয়া জানান, দুই দিনব্যাপী রোড মার্চ শুক্রবার শুরু হবে। প্রথমদিন বিভিন্ন বামপন্থি সংগঠন ঢাকা থেকে চট্টগ্রামে এ রোডমার্চ করবে। দ্বিতীয় দিনে চট্টগ্রামে বামপন্থিদের বিশাল পদযাত্রা ও সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ৩টায় নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিকেল ৫টায় বন্দর ভবন চত্বরে সমাবেশ শেষ হবে। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মার্ক্সবাদী বাসদের সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ, বাসদের ইনচার্জ আল কাদেরি জয়, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া, সাম্যবাদী আন্দোলনের নেতা শাহিন মঞ্জুর প্রমুখ। এ সময় বক্তারা কর্মসূচি সফল করতে চট্টগ্রামের সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিক, প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ক রব র সরক র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ