সিলেটে দেড় মাসের শিশুকে গলাকেটে হত্যা, বাবা ছুরিকাহত
Published: 25th, June 2025 GMT
সিলেট নগরীর মেজরটিলা এলাকার নিজ বাসায় দেড় মাস বয়সী এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে আহত হয়েছেন শিশুটির বাবা আতিকুর রহমান। এ ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকার একটি বাড়িতে ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে সিএনজিচালিত অটোরিকশার আতিকুর রহমান ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
আরো পড়ুন:
গাজীপুরে গৃহবধূ খুন, অভিযুক্ত পলাতক
প্রবাসীর লাশ হাসপাতালে ফেলে গেলেন স্ত্রী, পরিবারের অভিযোগ হত্যা
স্বজনরা জানান, প্রতিদিনের মতো দুপুরে খাবার খেয়ে স্ত্রী ও শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আতিকুর রহমান। বিকেলে তাদের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, আতিকুর রহমান রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। তার দেড়মাস বয়সী মেয়ে ইনায়ার গলা কাটা। পরে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতিকুর রহমানকে জরুরি ভিত্তিতে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুর মা নাজমা বেগম দাবি করেন, “আমি মেয়ে ও স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আছরের আজানের কিছুক্ষণ আগে মেয়ে কান্না করছিল। মেয়েকে কোলে নিয়ে ওর বাবা হাঁটছিলেন। কিছুসময় পরে তিনি আমার শরীরে হাত দিয়ে ডাকেন। ঘুম চোখে তাকিয়ে দেখি, আমার স্বামীর গলা রক্তাক্ত। দ্রুত গিয়ে দেখি আমার মেয়েরও গলাকাটা।”
তিনি আরো বলেন, “আমার স্বামী সিএনজিচালিত অটোরিকশা চালক। সকালে নাস্তা খেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। দুপুরের দিকে বাসায় এসে বলেন, তার মাথা ব্যাথা করছে। দুপুরের নামাজ পরে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে ছিলাম।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, “হত্যার রহস্য উন্মোচনে পুলিশের ঊধ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে যান। নিহতের বাবা গুরুতর আহত। মা পুলিশ নজরদারিতে আছেন।”
ঢাকা/নূর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’
নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।
এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’
এনজেল নূর