চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী
Published: 26th, June 2025 GMT
ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির মাত্র দুই দিন পর চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। চীনের কিংডাও শহরে অনুষ্ঠেয় আঞ্চলিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে গেছেন তিনি।
দুই দিনের এ ফোরামটি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আওতায় আয়োজিত হচ্ছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন এই ফোরামের আয়োজক। খবর বিবিসির।
বৈঠকে এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নিচ্ছেন। এ ব্লকে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান ও বেলারুশ অন্তর্ভুক্ত। ইরানের প্রতিরক্ষামন্ত্রী এই বৈঠকের পাশাপাশি চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে জানা গেছে।
আরো পড়ুন:
প্রথমবারের মতো নিজ দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল জাপান
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার যৌক্তিকতা বিশ্বে ভুল বার্তা দিচ্ছে: চীন
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির সহযোগী প্রকাশনা ‘ইউয়ুয়ানতানতিয়ান’ নাসিরজাদেহর চীন পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
এই সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলার সময় ইরান কীভাবে মাত্র প্রথম ঘণ্টাতেই আকাশ প্রতিরক্ষার নিয়ন্ত্রণ হারাল- তা নিয়ে দেশটির অভ্যন্তরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
নিরাপত্তা ফোরামে নাসিরজাদেহর অংশগ্রহণকে ইরান-চীন ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে